বিপিএলের চলমান আসরে অনুশীলন চলাকালীন মাঠেই হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। প্রিয় কোচ আর নেই এ খবর মেনে নিতে পারছেন না জাতীয় দলের দুই তারকা খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার শরিফুল ইসলাম।
এক শোকবার্তায় নিজের আবেগ প্রকাশ করে সাকিব জানান, পেশাদার ক্রিকেট জীবনের শুরুর দিক থেকেই তিনি জ্যাকিকে চেনেন এবং তাঁর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে।

সাকিব বলেন, ‘কোচ মাহবুব আলী জ্যাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার শুরুর দিনগুলো থেকেই তাঁকে চিনি এবং তাঁর সঙ্গে কাটানো অনেক স্মৃতিই এখন মনে পড়ছে। তাঁর জীবনের শেষ মুহূর্তগুলো কাটেছে মাঠে, ক্রিকেটের কাজ করতে করেই যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন।’
সাকিব আরও বলেন, ‘তাঁর পরিবারকে জানাই আমার গভীর সমবেদনা। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
অনূর্ধ্ব-১৯ দলে থাকা সময় থেকেই কোচ জ্যাকির কাছ থেকে পথচলা শুরু শরীফুলের। এরপর বিশ্বকাপজয়ী দলের অংশ হিসেবে স্মরণীয় সময় কাটিয়েছেন এই কোচের অধীনে।
ফেসবুকে এক আবেগঘন পোস্টে শরিফুল লেখেন, ‘খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয় প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে।’

শেষে তিনি দোয়া চেয়ে লেখেন, ‘আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’
এদিকে, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিপিএলের মিশন শুরু করে ঢাকা ক্যাপিটালস। তবে মাঠের লড়াই শুরুর আগেই দলটির জন্য নেমে আসে গভীর শোকের খবর।
ম্যাচের আগে নিয়মিত প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের গা গরম করাচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা ক্যাপিটালস সূত্র জানায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
ঘটনার পরপরই মাঠে উপস্থিত মেডিকেল টিম তাকে সিপিআর দেয়। দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বিপিএল শুরুর আগে মাত্র দুই দিন আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মাহবুব আলী জাকি। আজ ঢাকার প্রথম ম্যাচের আগে এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দল। তার মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শোকের আবহ ছড়িয়ে পড়ে।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/টিএ
