আবুধাবি টি–টেন লিগে এবারও বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আলাদা আগ্রহ তৈরি হয়েছে। ড্রাফটের আগেই রয়্যাল চ্যাম্পস সাকিব আল হাসানকে দলে নেয়। পরে ড্রাফট থেকে দল পান সাইফ হাসান ও নাহিদ রানা। তবে শেষ পর্যন্ত তিনজনের মধ্যে একজনকে লিগ খেলতে বিসিবি থেকে এনওসি দেওয়া হয়নি।
সাইফের ক্ষেত্রে বোর্ড কিছুটা শিথিলতা দেখিয়েছে। আয়ারল্যান্ড সিরিজের কারণে তার এনওসির মেয়াদ সীমিত রাখা হয়েছে ২৩ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে ফিরতে হবে, কারণ ২৭ নভেম্বর শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। সে কারণেই সাইফ মাত্র কয়েকটি ম্যাচ খেলেই ফিরবেন।
অন্যদিকে, নাহিদ রানা এনওসি পাননি। বোর্ড চাইছে তাকে জাতীয় ক্রিকেট লিগে চার দিনের ম্যাচ খেলাতে। তাই সরাসরি নির্দেশনা এসেছে টি–টেনে না গিয়ে এনসিএলে খেলতে হবে। তরুণ পেসারের জায়গায় শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। নর্দান ওয়ারিয়র্স তাকে দলে নিয়েছে, এবং তিনিও সাইফের মতো ২৩ নভেম্বর পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন।
সাকিব আল হাসানের খেলার সময়সূচি
সাকিব ১৯ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টেন লিগ শুরু করবেন। পরদিনই তার প্রতিপক্ষ ডেকান গ্লাডিয়েটর্স। ২১ নভেম্বর খেলবেন দিল্লি বুলসের বিপক্ষে। ২৩ নভেম্বর আজমান টাইটান্সের বিরুদ্ধে নামবেন তিনি। এরপর ২৬ নভেম্বর অ্যাসপিন স্ট্যালিয়ন্স, ২৭ নভেম্বর নর্দান ওয়ারিয়র্স এবং ২৮ নভেম্বর কোয়েটা কাভারলির বিপক্ষে মাঠে নামার সূচি আছে তার দলের।
সাইফ হাসানের খেলার সময়সূচি
সাইফের লিগ যাত্রা শুরু হবে ১৯ নভেম্বর নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ নভেম্বর খেলবেন আজমান টাইটান্সের বিপক্ষে। এরপর ২২ নভেম্বর ভিস্তা রাইডার্স এবং ২৩ নভেম্বর কোয়েটা কাভারলির মুখোমুখি হবেন তিনি। দলীয় সূচিতে আরও তিনটি ম্যাচ আছে ২৫ নভেম্বর ডেকান গ্লাডিয়েটর্স, ২৬ নভেম্বর রয়্যাল চ্যাম্পস ও ২৭ নভেম্বর দিল্লি বুলসের বিপক্ষে তবে এনওসি না থাকায় সেগুলোতে তার মাঠে নামা নিশ্চিত নয়।
তাসকিন আহমেদের খেলার সময়সূচি
তাসকিন ১৮ নভেম্বর কোয়েটা কাভারলির বিপক্ষে নর্দান ওয়ারিয়র্সের হয়ে প্রথম ম্যাচ খেলবেন। ১৯ নভেম্বর প্রতিপক্ষ অ্যাসপিন স্ট্যালিয়ন্স। এরপর ২১ নভেম্বর আজমান টাইটান্স ও ২২ নভেম্বর ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে খেলবেন তিনি। ২৩ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তার এনওসি সীমার শেষ দিন পূর্ণ হবে। দলীয় সূচিতে আরও দুটি ম্যাচ আছে ২৬ নভেম্বর দিল্লি বুলস এবং ২৭ নভেম্বর রয়্যাল চ্যাম্পসের বিপক্ষেতবে ওই ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা নেই।
১৮ নভেম্বর শুরু হওয়া এই স্বল্প দৈর্ঘ্যের টুর্নামেন্ট চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে পুরো লিগে থাকা সম্ভব নয়।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/টিএ