Connect with us
ক্রিকেট

টি-টেনের জন্য সাইফকে শুভকামনা জানিয়েছেন শাকিব খান

শাকিব খান ও সাইফ হাসান
শাকিব খান ও সাইফ হাসান। ছবি: সংগৃহীত

গতবারের ন্যায় আসন্ন বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের কর্ণধার ঢালিউড বাদশা শাকিব খান। ইতোমধ্যে তার দলে নাম লিখিয়েছেন ওপেনার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদ।

বিপিএলের পাশাপাশি আবুধাবি টি-টেন লিগেও দল পেয়েছেন সাইফ। অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে এবারের আসর মাতাবেন তিনি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তির দিনই সাইফকে আবুধাবি টি-টেনের জন্য শুভকামনা জানিয়েছেন শাকিব খান।

আজ (রোববার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, ‘কথা হয়েছে সাইনিংয়ের দিনে (শাকিবের সাথে), শুভকামনা জানিয়েছে। আশা করছি ভালো কিছু করতে পারব।’



ইতোমধ্যে আবুধাবি টি-টেনে খেলার এনওসিও পাওয়া সাইফ আজ রাতেই ছাড়বেন ঢাকা। সাইফের পাশাপাশি আবুধাবি টি-টেন লিগে খেলবেন আরও দুই বাংলাদেশী তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এনওসি পাওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সাইফ। এনওসি পাওয়া নিয়ে সাইফ বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ, যেহেতু এনওসি দিয়েছে। আয়ার‌ল্যান্ড সিরিজের জন্য পুরো টুর্নামেন্ট খেলতে পারবো না। তাই হাফ এনওসি দিয়েছে, ভালো একটা প্রাক্টিস হবে আমার জন্য। তাসকিন ভাই গিয়েছে, রিশাদ বিগব্যাশ খেলবে।’

জাতীয় দলে প্রত্যাবর্তনের পর এশিয়া কাপের পাশাপাশি আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলেছেন সাইফ। প্রত্যাবর্তন নিয়ে সাইফ বলেন, ‘লাস্ট কিছু টুর্নামেন্ট খেলছি আলহামদুলিল্লাহ, গ্লোবাল টুর্নামেন্ট খেলছি দুইটা। বিপিএলেও খেলছি লাস্ট কয়েক বছর ধরে নিয়মিত। এগুলো খেলে নিজেকে প্রস্তুত করেছি। আমার মনে হয় যত খেলতে পারব তত অভিজ্ঞতা বাড়বে। আর নিজের প্রসেস ঠিক রাখার চেষ্টা করব। কষ্ট করলে অবশ্যই আল্লাহ দেবে।’

এশিয়া কাপে ব্যাট ৪ ইনিংসে ১২৮.০৬ স্ট্রাইকরেটে ১৭৮ রান করেছিলেন সাইফ, যা বাংলাদেশের হয়ে এবারের আসরে সর্বোচ্চ। এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও ছড়িয়েছেন আলো।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট