Connect with us
ক্রিকেট

ঢাকা ক্যাপিটালসের মালিকানায় নেই শাকিব খান

Shakib khan
ঢাকা ক্যাপিটালসে নেই শাকিব খান। ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে দলগুলোর মালিকানা নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে। আলোচিত দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আর নেই ঢালিউড তারকা শাকিব খান। গত আসরে তিনি মালিকানায় যুক্ত থাকলেও এবার দলের মালিকানা বদলে গেছে। আর সেই পরিবর্তনের সঙ্গে ঢাকার সাথে শাকিবের সম্পৃক্ততাও শেষ হয়েছে।

রোববার রাজধানীর রেডিসন হোটেলে নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে নিলামে দলটির টেবিলে শাকিব খানকে দেখা যায়নি। বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন রিমার্ক হারল্যান থেকে চ্যাম্পিয়ন স্পোর্টসের কাছে স্থানান্তরিত হয়ে গেছে। নতুন মালিকানায় শাকিব খানকে অন্তর্ভুক্ত করা হয়নি।

শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মসও জানিয়েছে, তিনি অনেক আগেই রিমার্ক-হারল্যানের পরিচালনা বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে দলটির ব্যবস্থাপনা বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে এখন আর তার কোনো সম্পৃক্ততা নেই। তাছাড়া দল সম্পর্কিত আপডেটও তিনি আর পান না।



গত আসরে ঢাকার মালিকানা কাঠামোয় শাকিবের নাম যুক্ত হওয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল। গ্যালারিতে উপস্থিতি, সমর্থকদের সঙ্গে যোগাযোগ এবং দলের প্রতি উৎসাহ.সব মিলিয়ে মালিক হিসেবে তার উপস্থিতি আলাদা সমর্থন এনে দিয়েছিল টুর্নামেন্টে। তিনি তখন বলেছিলেন, ঢাকার দলকে আরও প্রতিযোগিতামূলক রূপে গড়ার পরিকল্পনা আছে তার। তবে চলতি আসরে দলটি নতুন মালিকানায় যাওয়ায় সেই সম্ভাবনা আপাতত থাকছে না।

এবার বিপিএলে অংশ নিচ্ছে ছয় দল। এর মধ্যে রংপুর রাইডার্স এর মালিকানায় রয়েছে টগি স্পোর্টস, ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছে চ্যাম্পিয়ন স্পোর্টস, সিলেট টাইটান্সের মালিকানায় ক্রিকেট উইথ সামি, রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় নাবিল গ্রুপ, চিটাগং রয়েলসের মালিকানায় ট্রায়াঙ্গাল সার্ভিস এবং সসর্বশেষ দল পাওয়া নোয়াখালী এক্সপ্রেসের মালিকানায় দেশ ট্রাভেলস।

উল্লেখ্য, ২০২৪ সালের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল হবে ২৩ জানুয়ারি। শাকিব খান বর্তমানে তার নতুন ছবি ‘সোলজার’-এর কাজ নিয়ে ব্যস্ত, যা ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট