Connect with us
ক্রিকেট

মুরালি কার্তিকের চোখে ‘ওয়ার্ল্ড ক্লাস’ তানজিম সাকিব

তানজিম হাসান সাকিবের উইকেট উদযাপন। ছবি- ক্রিকইনফো

এশিয়া কাপ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের পূর্বে ক্রিকবাজের এক আলোচনায় টাইগার ক্রিকেটারদের নিয়ে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার মুরালি কার্তিক। এদিন তানজিম সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন এই সাবেক ক্রিকেটার। 

তানজিম সাকিব খুব বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে আসেননি। তবে অল্প সময়েই নিজের জাত চিনিয়েছেন এই টাইগার পেসার। যেকোনো প্রতিপক্ষকেই ভড়কে দেয়ার সামর্থ্য রাখেন তিনি। আর এবার সাকিবকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ ধরণের বোলার বলে সম্বোধন করলেন কার্তিক। একজন পেসারের মধ্যে যত গুণ থাকা দরকার, সবই তাঁর মধ্যে খুঁজে পান মুরালি কার্তিক।

আফগানিস্তান ম্যাচে কোন টাইগার ক্রিকেটাররা জ্বলে উঠতে পারেন এমন প্রশ্নের জবাবে ক্রিকবাজের অনুষ্ঠানে এই ভারতীয় ধারাভাষ্যকার কথা বলেন তানজিম সাকিবের বিষয়ে। তিনি উল্লেখ করেন, ‘আমি তানজিমের বড় ভক্ত। সে যেভাবে বল করে, তার বোলিংয়ে ওয়ার্ল্ড ক্লাসের মতো ব্যাপার আছে। পেসারের যে আক্রমণাত্মক মনোভাব থাকা দরকার, সবই তার মধ্যে আছে।’



এছাড়া মুস্তাফিজুর রহমানের প্রশংসাও করেন কার্তিক। তিনি মনে করেন ফিজকে খেলা আফগান ক্রিকেটারদের জন্য কঠিন হতে পারে। এছাড়া স্পিনারদের মধ্যে রিশাদ হোসেনের মধ্যে ভালো কিছু করার সামর্থ্য আছে বলে উল্লেখ করেছেন তিনি। এই লেগ স্পিনারের আর্ম অ্যাকশন ও দুর্দান্ত বোলিংয়ের ধরন নিয়েও কথা বলেছেন কার্তিক।

লিটন দাস সামনে থেকে দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তা নিয়েও ইতিবাচক ধারণা পোষণ করেছেন তিনি। এছাড়া মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করবেন বলে প্রত্যাশা মুরালি কার্তিকের। সবমিলিয়ে বাংলাদেশ ও আফগানদের মধ্যে একটি ভালো ম্যাচ উপভোগ করার আশা ব্যক্ত করেছেন তিনি।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরে যেতে হলে এই ম্যাচ জয়ের পাশাপাশি টাইগারদের তাকিয়ে থাকতে হবে পরবর্তী আফগান-লঙ্কান ম্যাচের দিকে। উল্লেখ্য, এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। 

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট