
লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নানা বিতর্কের জেরে তার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে বলেও মনে করা হচ্ছিল। তবে এখনই ফুঁরিয়ে যাননি তিনি; আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন পিএসএল দিয়ে।
গতকাল শনিবার লাহোর কালান্দার্সের দলে যোগ দিতে পাকিস্তান গিয়েছেন সাকিব। গিয়ে প্রথম দিনেই কঠোর অনুশীলনে সময় কাটিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। আজ রোববার রাত নয়টায় গুরুত্বপূর্ণ ‘ডু অর ডাই’ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে লাহোরের হয়ে মাঠে নামতে পারেন সাকিব।
গতকাল দলের সঙ্গে সাকিবের যুক্ত হওয়ার বিষয়টি ছবি প্রকাশ করে নিশ্চিত করেছে লাহোর। ফ্র্যাঞ্চাইজিটির এক ভিডিও বার্তায় মাঠে নামার আগে এই অলরাউন্ডার বলেছেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত। আশা করছি আগামীকাল (আজ) দারুণ একটি ম্যাচ হবে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।’
আরও পড়ুন:
» ছক্কা মেরে ৩ বার বল হারালেন ইমন, সেঞ্চুরি হাকিয়ে যা বললেন
» লিগে সাকিব-মুস্তাফিজের ম্যাচসহ আজকের খেলা (১৮ মে ২৫)
পাকিস্তানে পৌঁছে কয়েক ঘন্টা বিশ্রামের পরই দলীয় অনুশীলনে যোগ দেন সাকিব আল হাসান। রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে সেই ছবিও প্রকাশ করে লাহোর কালান্দার্স। সাকিবের আগমনে দলটির সামাজিক মাধ্যম প্লাটফর্মেও প্রভাব দেখা যাচ্ছে। যেখানে টাইগার ক্রিকেটারের প্রতিটা পোস্টে বয়ে যাচ্ছে রিয়েক্টের বন্যা।
এর আগে পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলেছেন সাকিব। তবে লাহোরের হয়ে এবারই প্রথম খেলতে যাচ্ছেন তিনি। তাও লিগ পর্বে দলের শেষ ম্যাচে। প্লে-অফ নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাহোরের।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার জেরে স্থগিত হয়েছিল পিএসএল। এরপর নিরাপত্তা জনিত কারণে দেশে ফিরে যাওয়ার পর আর দলে যোগ দেননি ডেভিড ভিসা, স্যাম বিলিংস ও বাংলাদেশি তরুণ রিশাদ হোসেনও। ক্রিকেটারদের এই অনুপস্থিতিতেই দলে সুযোগ পেয়ে গেছেন সাকিব।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/এফএএস
