নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে তোলপাড় বাংলাদেশ-ভারতের ক্রিকেটাঙ্গন। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার জের ধরে একে একে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানিয়েছে আইসিসিকে, নিষিদ্ধ করা হয়েছে আইপিএলের সম্প্রচার।
এরই জের ধরে বাংলাদেশী পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব জানালেন, আগামী বছর আইপিএল খেলার জন্য নাম দেওয়ার জন্য চিন্তাভাবনা করে নেবেন তিনি। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয় বলে মনে করেন এই তরুণ পেস অলরাউন্ডার।
আপাতত আইসিসির দুয়ারে আটকে আছে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি, সবুজ সংকেত পেলেই বাংলাদেশের সব ম্যাচ হবে শ্রীলঙ্কার মাঠে। বিশ্বকাপ যেখানেই হোক, আগামী বছর আইপিএলে নাম দেওয়া নিয়ে এখন আর আগের মতো আগ্রহী নন সাকিব।
এবারের আইপিএলের নিলামে মোস্তাফিজের পাশাপাশি, সাকিবসহ নাম দিয়েছিলেন আরও ৬ বাংলাদেশী ক্রিকেটার। তবে মোস্তাফিজ ও তাসকিন আহমেদ ছাড়া আর কারও নামই ওঠেনি নিলামে। এর মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনে ভিড়িয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই হুমকি দিয়ে আসছিল উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। হুমকি দেওয়া হয় মুস্তাফিজকে খেলালে ভাঙচুর করা হবে স্টেডিয়ামে। এরই প্রেক্ষিতে মুস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।
পরিবর্তিত পরিস্থিতিতে আর আইপিএল খেলা হবে মোস্তাফিজের। আর এই ঘটনার জেরেই আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিতে চান সাকিব। সিলেটে মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে এই বিষয়ে কথা বলেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরিয়ে দিলো এটা আসলে আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক ইস্যু হতে পারে। কিন্তু ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা আসলে রাজনৈতিক দিক দিয়ে চিন্তা করি না।’
ভবিষ্যতে আইপিএলের নিলামে নাম লেখানোর বিষয়ে সাকিব বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে। ঐ হিসাবে আমরা নাম দেই। তবে পরবর্তী বছর এজেন্টের সঙ্গে কথা বলে বা দেশের যারা আছে তাদের সঙ্গে কথা বলে তারপর আমরা নাম দেবো বা নাম দেবো না।’
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/এআই
