Connect with us
ক্রিকেট

সাকিব পিএসএলে-মুস্তাফিজ আইপিএলে, ম্যাচগুলো কবে কখন?

Shakib Mustafiz
পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব, আইপিএলে দিল্লি শিবিরে মুস্তাফিজ

যুদ্ধের ডামাডোলে নড়ে উঠেছিল ভারত-পাকিস্তান। সেই উত্তাপ গিয়ে লাগে ক্রীড়াঙ্গনেও। বন্ধ হয়ে যায় চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে থেমেছে গোলাগুলি, শান্ত হয়েছে পরিবেশ। আবারও মাঠে ফিরছে জনপ্রিয় লিগ দুটির ম্যাচ। এবার সুখবর রয়েছে বাংলাদেশিদের। কেননা আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজ, আর পিএসএলে সুযোগ পেয়েছেন সাকিব।

এদিকে বিসিবি থেকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন এই বাঁহাতি পেসার। তার একাদশে খেলার সম্ভাবনাও উজ্জ্বল, কারণ মিচেল স্টার্ক সরে দাঁড়ানোয় দিল্লির দলে একমাত্র বাঁহাতি পেসার এখন মুস্তাফিজই।

Shakib Lahore

লাহোরের হয়ে খেলতে পাকিস্তানে পৌঁছেছেন সাকিব।

অন্যদিকে পিএসএলে সাকিব আল হাসানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। গ্রুপপর্বে তাদের বাকি আছে একটি ম্যাচ। ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে এই ম্যাচটি কার্যত লাহোরের জন্য কোয়ার্টার ফাইনালের মতো। জিতলে প্লে-অফ, হারলে বিদায়।


আরও পড়ুন:

» অধিনায়ক লিটনের যাত্রা শুরু আজ, বাংলাদেশের ম্যাচ দেখবেন যেভাবে

» মুস্তাফিজকে দলে নিয়েও বড় বিপদে দিল্লি


মুস্তাফিজের দিল্লির গ্রুপ পর্বে বাকি আছে তিনটি ম্যাচ। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে অবস্থান করছে তারা। বাকি তিনটি ম্যাচ যদি জয়লাভ করে, তাহলে অন্য কোনো সমীকরণের প্রয়োজন হবে না, সরাসরি উঠে যাবে প্লে-অফে। এ কারণে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাকিবের জন্য আপাতত একটিমাত্র ম্যাচ খেলার সুযোগ থাকলেও প্লে-অফে উঠলে ম্যাচ সংখ্যা বাড়বে। একইভাবে মুস্তাফিজের জন্যও ম্যাচ সংখ্যা বাড়তে পারে, তবে পাকিস্তান সিরিজ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজের অনাপত্তিপত্রের মেয়াদ বাড়াবে কি না, তা এখনও অনিশ্চিত।

 Mustafiz

প্রথম টি-টোয়েন্টির জন্য আরব আমিরাতে রয়েছেন মুস্তাফিজ।

আইপিএলে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১-এ। আর পিএসএলে সাকিবের লাহোর কালান্দার্সের খেলা সম্প্রচার করবে নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস।

আইপিএলে মুস্তাফিজের ম্যাচ কবে-কখন?

তারিখ প্রতিপক্ষ সময়
১৮ মে গুজরাট টাইটানস রাত ৮টা
২১ মে মুম্বাই ইন্ডিয়ানস  রাত ৮টা
২৪ মে পাঞ্জাব কিংস  রাত ৮টা

পিএসএলে সাকিবের ম্যাচ কবে-কখন?

তারিখ প্রতিপক্ষ  সময়
১৮ মে পেশোয়ার জালমি রাত ৯টা

ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট