Connect with us
ক্রিকেট

সিপিএলে ২০ বলে ঝোড়ো ফিফটি সাকিবের

Shakib hits 20-ball fifty in CPL
২০২৫ সিপিএলে প্রথম ফিফটি পেয়েছেন সাকিব। ছবি- সংগৃহীত

চলমান সিপিএলে বল হাতে বেশ কয়েকবার ভেলকি দেখিয়েছেন সাকিব আল হাসান। এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন এই তারকা। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে খেলতে নেমে চলতি আসরে নিজের প্রথম ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার।

রোববার (৩১ আগস্ট) সিপিএলে নিজেদের ৮ম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের মুখোমুখি হয় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। আগে ব্যাট করতে নামা ফ্যালকনসের হয়ে ২৬ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাকিব। ৫ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই তারকা।

এদিন ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নেয় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তবে ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম দুই বলেই দুটি উইকেট হারায় তারা। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। মাঠে নেমে প্রথম দুই বলেই দুই বাউন্ডারিতে ৮ রান তুলে নেন তিনি। এরপর অবশ্য কিছুক্ষণ দেখেশুনে খেলেন।



ইনিংসের দশম ওভারে রস্টোন চেসের শেষ দুই বলে দুটি ছক্কা মেরে ফের জ্বলে উঠেন সাকিব। এরপর ১২তম ওভারে ডেভিড ভিসার বিপক্ষে ৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান তুলে নেন তিনি। এতে ২০ বলেই পৌঁছে যান ফিফটিতে। শেষ পর্যন্ত ২৬ বলে ৬১ রান তুলে থামেন এই তারকা।

সাকিবের পাশাপাশি ফিফটি তুলে নেন ওপেনার আমির জাঙ্গো। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া জুয়েল অ্যান্ড্রুর ২৫ এবং শেষদিকে ফাবিয়ান অ্যালেনের ১৭ বলে ৩৮ রানের ঝোড়ো ক্যামিওতে ভর করে ২০৪ রানের পুঁজি গড়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

টুর্নামেন্টে শেষ চারের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ সাকিবদের জন্য। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে দলটি।

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট