
গত বছর বোলিং নিষেধাজ্ঞায় পড়ে অনেকদিন মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিয়ে বাইশ গজে ফেরেন তিনি। এরপর থেকেই বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
গত মে থেকে চলতি আগস্টের মধ্যে ৬টি ভিন্ন ভিন্ন লিগের ফ্রাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন সাকিব। এই তালিকায় সবশেষ যোগ হয়েছে কানাডার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি’। এই টি-টেন টুর্নামেন্টে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন এই টাইগার তারকা।
অবশ্য এর আগেও মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এই ফ্রাঞ্চাইজির হয়ে ২০২৩ ও ২০২৪ এই দুই আসর খেলেছেন তিনি। এবার খেলতে যাচ্ছেন টি-টেন টুর্নামেন্টে।
আগামী ৮ অক্টোবর থেকে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্ট, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আসন্ন এই টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্সস-সহ মোট ৬টি দল অংশ নেবে। বাকি দলগুলো হলো—ব্র্যাম্পটন ব্লিটজ, মিসিসাগা মাস্টার্স, ভ্যাঙ্কুভার কিংস, টরন্টো সিক্সার্স ও হোয়াইটওয়ার্ক ওয়ারিয়র্স।
বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। এ নিয়ে চলতি বছর এটি তার চতুর্থ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। পিএসএলের পর গ্লোবল সুপার লিগে (গিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এরপর ক্যারিবিয়ান টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের হয়ে মাঠ মাতান এই তারকা।
সিপিএল শেষে যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন সাকিব। এরপর কানাডার এই টি-টেন টুর্নামেন্টে দেখা যাবে তাকে।
মন্ট্রিয়েল টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান, জুনায়েদ সিদ্দিকী, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, পাডাম জোশি, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং, ইসুরু উদানা।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/বিটি
