
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) আজ এক জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কেননা আজ রাতে (১৬ জুলাই) বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। গায়ানার মাটিতে সাকিব ও সোহানদের মধ্যকার লড়াই দেখতে মুখিয়ে আছেন অনেকেই।
চলতি জিএসএলে দারুণ ছন্দে আছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে সোহানের নেতৃত্বাধীন দলটি। প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানাকে ৮ রানে হারিয়েছে তারা। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি হোবার্ট হারিকেনসের বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয়তায় ১ রানে জয় পান সোহানরা। এবার নিজেদের তৃতীয় ম্যাচে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা।
দুই ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রংপুর। আর এক জয় পেলেই সরাসরি ফাইনাল নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচে হারলেও শেষ ম্যাচে জয় নিয়ে ফাইনালে ওঠার সুযোগ থাকবে রংপুরের।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কার মাটিতে লিটনরা ইতিহাস গড়তে পারবে?
» জুলাই শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানালো বিসিবি
এদিকে টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে নিউজিল্যান্ডের ফ্রাঞ্চাইজি সেন্ট্রাল স্ট্যাগসকে ২২ রানে হারিয়েছিল দলটি। তবে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেনসের কাছে ৭ উইকেটে হেরে যায় তারা। তাছাড়া সবশেষ তৃতীয় ম্যাচেও সুবিধা করতে পারেননি সাকিবরা। গায়ানার কাছে ৫৭ রানের বড় ব্যবধানে হেরে যায় গুলবাদিন নাইবের নেতৃত্বাধীন দলটি।
গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে এবার রংপুরকে মোকাবিলা করবে দুবাই। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। তবে ফাইনাল নিশ্চিতের জন্য বড় ব্যবধানের জয় এবং সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে।
জিএসএলের অষ্টম ম্যাচে আজ (বুধবার) রাতে দুবাইয়ের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি নেটওয়ার্কের সনি স্পোর্টস ৫ চ্যানেলে।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/বিটি
