Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেল সাকিব

আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেল সাকিব
গত ম্যাচে আঙুলে চোট পান সাকিব আল হাসান (ছবি- ক্রিকইনফো)

আঙুলে চোট পেয়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে দেখা যাবে না তাকে।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব। ব্যথা পাওয়ার পরেও সাবলীলভাবে ফিল্ডিং ও ব্যাটিং করেছিলেন তিনি।

শুক্রবার (১২ মে) আঙুলে ব্যথা নিয়ে খুব বেশি সমস্যা ছিল না। তবে একদিন না যেতেই শনিবার (১৩ মে) জানা যায়, আঙুলের ব্যথার পরিমাণ বেশি। আর ব্যথা না কমায় শেষ ম্যাচে দেখা যাবে না সাকিবকে।



উল্লেখ্য, রবিবার (১৪ মে) সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: চার বছর পর শতকের দেখা পেলেন সৌম্য 

ক্রিফোস্পোর্টস/১৪মে২৩/এমবি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট