 
																												
														
														
													ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে আন্দোলনে গণহত্যা, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে একে একে মামলায় বিদ্ধ হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাদিনাসহ তার সরকারের সাবেক এমপি ও মন্ত্রীরা। এবার সেই মামলার জালে জড়িয়েছে সাকিব আল হাসানের নাম।
রাজধানীর আদাবর থানায় বৃহস্পতিবার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের করা হয়।
এজহার নামায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়। সেখানে লেখা রয়েছে মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।
আরও পড়ুন : টানা তিন ম্যাচে রোনালদোর গোল, তবুও প্রো-লিগে পয়েন্ট হারাল নাসর
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, চলতি মাসে ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় রুবেল নামে এক গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় নির্দেশদাতা আসামিদের মধ্যে সাবেক এই সাংসদকে ২৮ নম্বর আসামি করা হয়৷
এই মামলার বাকি আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ, পরোক্ষ নির্দেশ ও মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। এদিন বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট তার মৃত্যু হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার বর্তমানে তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলছেন।
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এসএ
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	