Connect with us
ক্রিকেট

‘সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ দলে খেলতে পারবেন না’

সাকিব আল হাসান ও আসিফ মাহবুব সজীব ভুইঁয়া ছবি- সংগৃহীত

এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি সাকিব আল হাসান। তবে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুইঁয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বাংলাদেশের হয়ে আর খেলার সুযোগ পাবেন না সাকিব। তাহলে কি শেষ হতে যাচ্ছে তার জাতীয় দলের ক্যারিয়ার?

গতকাল (সোমবার) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এমন কঠোর সিদ্ধান্তের কথা জানান আসিফ মাহবুব। এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে সাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলো। গত দুদিন ধরে ফেসবুকে পোস্টের মাধ্যমে সাকিব ও আসিফ মাহবুবের মধ্যে অনলাইন দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য ছিলেন সাকিব। সে সময় যখন দেশে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছিল এবং প্রাণ হারাচ্ছিল অনেকেই, তখন সাকিব পরিবার নিয়ে ছিলেন কানাডায়। সেই সময় তার ভ্রমণের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যখন অন্যদিকে ফিড ভরে যাচ্ছিল নিহত ছাত্রদের ছবিতে। এ কারণে ছাত্রজনতার একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে তার বিরুদ্ধে।



তবে শেখ হাসিনা দেশত্যাগের পর সুর পাল্টান সাকিব। ছাত্র আন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু আওয়ামী লীগের প্রতি তার ঝোঁক পুরোপুরি কমেনি। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে পোস্ট করে শ্রদ্ধা জানানোয় নতুন করে সমালোচনা শুরু হয়।

কিন্তু এবার যেন সীমা ছাড়িয়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সাকিব, ক্যাপশনে লেখেন—“শুভ জন্মদিন আপা।” এরপর থেকেই নিহত ছাত্রদের পরিবার ও ছাত্র সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে।

এই পরিস্থিতিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুইঁয়া স্পষ্ট ঘোষণা দেন—সাকিবের আর জাতীয় দলে ফেরার সুযোগ নেই। তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সি গায়ে চাপানো যাবে না। আগে বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে—সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ দলে খেলতে পারবেন না।

সাকিবের বিপক্ষে এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে আসিফ মাহবুব বলেন—যতবার তিনি দেশে আসতে চেয়েছেন, খেলতে চেয়েছেন, সবসময় বলেছেন—আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি রাজনীতির সঙ্গে জড়িত নই, শুধু এলাকার মানুষের জন্য এমপি নির্বাচন করেছি। কিন্তু আসল সত্য হলো, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গেই গভীরভাবে জড়িত। তার সাম্প্রতিক পোস্টগুলোই সেই প্রমাণ দিয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট