Connect with us
ক্রিকেট

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান

২০১৯ বিশ্বকাপে ঝলমলে পারফর্মের পর সাকিবের উদযাপন (ছবি- আইসিসি)

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করা টিম বাংলাদেশের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ইংল্যান্ডের চেমসফোর্ডে উড়ে এসেছেন সাকিব।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্ব শেষের আগেই ছুটি নেন সাকিব। যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ পালনের কথা থাকলেও পরে নিজ গ্রাম মাগুরায় মা-বাবার সঙ্গে ঈদ করেন। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন টাইগারদের এ পোস্টারবয়।

এদিকে শনিবার বিরতি দিয়ে রবিবার ফের অনুশীলনে নামবে পুরো দল। এর একদিন পর আগামী মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে তামিম-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ মাঠে গড়াবে ১২ ও ১৪ মে।



বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

আরও পড়ুন: দিল্লির ম্যাচসহ টেলিভিশনের পর্দায় আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/৬মে২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট