Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে ভিন্ন ভূমিকায় আছেন সাকিব আল হাসান!

National team door open for Shakib, says BCB
সাকিব আল হাসান- ফাইল ছবি

প্রায় ৮ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। জাতীয় দল এরই মধ্যে খেলেছে বেশ কিছু সিরিজ, তবে ছিলেন না সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা নেই।

তবুও যেন এই আসরে অদৃশ্যভাবেই উপস্থিত থাকছেন তিনি। ভারতের সম্প্রচারমাধ্যম সনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি এশিয়া কাপ উপলক্ষ্যে একটি ৩০ সেকেন্ডের প্রোমো প্রকাশ করেছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের প্রস্তুতির মুহূর্ত তুলে ধরে তাকে বলা হয়েছে সবচেয়ে বড় স্টার।

প্রোমোতে দেখা গেছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, আফগান অলরাউন্ডার রশিদ খান, পাকিস্তানের শাহিন আফ্রিদি, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে। কভার ফ্রেমেও জায়গা পেয়েছেন এই পাঁচ ক্রিকেটার।


আরও পড়ুন

» বিশ্বকাপের আগে বিসিবিকে যে পরামর্শ দিলেন নান্নু

» শুবমান গিলের একসঙ্গে ৫টি বড় বিশ্বরেকর্ড!


টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪–এর পর থেকেই মাঠে নেই সাকিব। গত বছর ভারতের বিপক্ষে সফরের সময় আচমকাই ঘোষণা দেন, টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলবেন না। অথচ এই ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার তিনি- ১২৯ ম্যাচে ২৫৫১ রান ও ১৪৯ উইকেট তার নামের পাশে।

এবারের টি-টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে। আট দলের এই আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশের সূচি ও প্রতিপক্ষ
১১ সেপ্টেম্বর : হংকং
১৩ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান

প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে, সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই দল।

ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট