আইপিএলের মিনি নিলামে রেকর্ড দামে দল পাওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন তো মুস্তাফিজুর রহমান? সেই প্রশ্নে স্বস্তির বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, আইপিএল খেলতে মুস্তাফিজের এনওসি নিয়ে বড় ধরনের কোনো জটিলতা নেই।
গতকাল অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্য। নিলামের পরপরই মুস্তাফিজের খেলার সময়কাল নিয়ে আলোচনা শুরু হয়, কারণ একই সময়ে জাতীয় দলের ব্যস্ত সূচিও রয়েছে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে শাহরিয়ার নাফিস বলেন, মুস্তাফিজের জন্য এটি পুরোপুরি প্রাপ্য অর্জন। তিনি বলেন, ‘প্রথমত মুস্তাফিজকে অনেক অনেক অভিনন্দন। আমার কাছে মনে হয়েছে এটা তার প্রাপ্য। নির্দিষ্ট তারিখের বিষয়টি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মিডিয়াকে বিস্তারিত বলতে পারবেন। তবে একজন অংশীদার হিসেবে বলতে পারি, ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগটা পরিষ্কারভাবে করা হয়েছে।’
নাফিস আরও জানান, আইপিএল, বিসিসিআই এবং বিসিবি এই তিন পক্ষই মুস্তাফিজ কতটা সময় খেলতে পারবেন, সে বিষয়ে অবগত। ‘সে জানে আসলে কত সময় আইপিএল খেলতে পারবে। আর কতটুকু খেলতে পারবে না, সেটার ওপর ধারণা করেই তাকে দলে নিয়েছে। আমার মনে হয় সবাই খুশি, এখানে কোনো সমস্যা হবে না,’ বলেন তিনি।
আইপিএলে মুস্তাফিজ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলবেন বলেও ইঙ্গিত দেন নাফিস। ‘এটুকু বলতে পারি, মুস্তাফিজ বড় ম্যাচগুলোই খেলবে। আইপিএলের কোনো সমস্যা হবে না,’ বলে মনে করেন তিনি।
তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের সময় মুস্তাফিজ দেশে ফিরবেন। তিন ম্যাচের ওই সিরিজ শেষ করে আবারও আইপিএলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগেও বিসিবি স্পষ্ট অবস্থান জানিয়েছিল এনওসি ইস্যুতে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, আইপিএলে দল পেলে বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র দিতে বোর্ডের আপত্তি নেই। ‘আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দেব। আমরা চাই তারা যতটা বেশি সময় সম্ভব খেলুক। ন্যূনতম প্রয়োজনে আমরা তাদের দেশে ফিরিয়ে আনব,’ বলেছিলেন ফাহিম।
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/টিএ
