
পাকিস্তান একদিনের ক্রিকেটে নতুন অধিনায়ক ঘোষণা করেছে। মোহাম্মদ রিজওয়ানের জায়গায় দায়িত্ব পেয়েছেন দলটির নিয়মিত পেসার শাহীন শাহ আফ্রিদি। সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৫ বছর বয়সী শাহীন প্রথমবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দেবেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৪ নভেম্বর থেকে।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ৬৬টি ওয়ানডে খেলেছেন শাহীন। এই সময়ে ২৪.২৮ গড়ে নিয়েছেন ১৩১টি উইকেট। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি ইতিমধ্যে পাকিস্তানের নিয়মিত পেসার হিসেবে নিজের জায়গা পাকা করেছেন।
এটা শাহীনের অধিনায়ক হিসেবে দ্বিতীয় দায়িত্ব। এর আগে ২০২৪ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিরিজটি শেষ হয়েছিল ২-২ সমতায়।
রিজওয়ানের স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেয়া হয় হোয়াইট-বল কোচ মাইক হেসন, হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ এবং নির্বাচক কমিটির যৌথ বৈঠকের পর।
মোহাম্মদ রিজওয়ান ২০২৪ সালের অক্টোবর থেকে পাকিস্তানের হোয়াইট-বল অধিনায়ক ছিলেন। দায়িত্ব পাওয়ার পরই বড় সাফল্য এনে দেন তিনি-অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়।
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় এবং জিম্বাবুয়ের সঙ্গে ২-১ সিরিজ জয়ে দুর্দান্ত সূচনা করেছিলেন রিজওয়ান।
তবে ২০২৫ সালের শুরুতে ছন্দ হারায় পাকিস্তান। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে হার, এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বেই বিদায় নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশের বিপক্ষে একটিও জয় পায়নি তারা।
নিউজিল্যান্ড সফরে আবারও হতাশা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে পাকিস্তান। এটিই ছিল রিজওয়ানের অধিনায়ক হিসেবে শেষ সিরিজ।
নতুন দায়িত্বে এবার শাহীন আফ্রিদির লক্ষ্য দলকে ঘুরে দাঁড় করানো। তাঁর নেতৃত্বে পাকিস্তান আবারও জয়ের ছন্দে ফিরতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/টিএ
