Connect with us
ক্রিকেট

ভারতের শামিকে পেছনে ফেলে শীর্ষে উঠলেন শাহিন আফ্রিদি

Shaheen Afridi has overtaken India's Shami to the top
প্রথম ম্যাচে ৪ উইকেট নেন আফ্রিদি। ছবি- এএফপি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ৪ মাস পর ওয়ানডেতে মাঠে নেমেছে পাকিস্তান। শুক্রবার (৮ আগস্ট) সিরিজে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে মোহাম্মদ রিজওয়ানের দল। এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম পাকিস্তানের হয়ে ওয়ানডেতে খেলতে নেমেছেন শাহিন শাহ আফ্রিদি। আর এ ম্যাচ দিয়েই এক কীর্তি গড়েছেন এই পেসার।

পাকিস্তানের ওয়ানডে পোশাকে ফেরার ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শাহিন। ৮ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট শিকার কেন এই পেসার। আর তাতেই ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে ছাড়িয়ে এক নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন এই পেসার।

টেস্ট খেলুড়ে দেশের কমপক্ষে ১০০ ওয়ানডে উইকেট নেওয়া বোলারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ বোলিং স্ট্রাইকরেটের রেকর্ডটি এতদিন শামীর দখলে ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট নিয়ে শামিকে টপকে শীর্ষে উঠে এসেছেন শাহীন। বর্তমানে তার বোলিং স্ট্রাইকরেট—২৫.৪৫। আর শীর্ষস্থান হারানো শামীর বোলিং স্ট্রাইকরেট—২৫.৮৫।



এই সময়ে ৬৫টি ওয়ানডেতে ১৩১ উইকেট শিকার করেছেন শাহিন। অন্যদিকে দুইয়ে নেমে যাওয়া শামি ১০৮ ওয়ানডেতে শিকার করেছেন ২০৮ উইকেট।

এই তালিকার তিনে আছে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ১২৭ ওয়ানডেতে ২৪৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি। তার বোলিং স্ট্রাইকরেট—২৬.৬৮। চারে আছেন শ্রীলঙ্কার সাবেক বোলার অজন্তা মেডিস। ৮৭ ওয়ানডেতে ১৫২ উইকেট শিকার করা এই সাবেকের বোলিং স্ট্রাইকরেট—২৭.৩২।

এছাড়া পাঁচে আছেন আরেক লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬৬ ওয়ানডেতে ১০৮ উইকেট নিয়েছেন এই স্পিনার। তার বোলিং স্ট্রাইকরেট—২৮.৩৭।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট