Connect with us
ক্রিকেট

ক্রিকেটকে বিদায় বললেন শফিউল, জানালেন অবহেলার শিকার

Shafiul
ক্রিকেটকে বিদায় বললেন শফিউল। ছবি: সংগৃহীত

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন একসময়কার জাতীয় দলের নিয়মিত পেসার শফিউল ইসলাম। সবশেষে জাতীয় দলে খেলেছেন ৬ বছর আগে।আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। অবসরের কথা প্রকাশ করে জানালেন, অবহেলার শিকার হয়েছেন তিনি।

এক ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়ে শফিউল বলেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’

অবসরের সিদ্ধান্তের পেছনে আক্ষেপ যে নেই, তা নয়। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শফিউল বলেন, শেষ দিকের সময়টা তাঁর জন্য সহজ ছিল না। অবহেলার শিকার না হলে আরও কিছু দেওয়ার সুযোগ ছিল বলেও মনে করেন তিনি। তবে এখন এসব নিয়ে আর কথা বলতে চান না এই ৩৬ বছর বয়সী পেসার। কারও প্রতি অভিযোগ নেই বলেও জানিয়েছেন।



বিদায়বার্তায় শফিউল লেখেন, জাতীয় দলের জার্সি গায়ে তোলাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য বিসিবি, সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান।

ক্রিকেট ছাড়লেও খেলাটির সঙ্গেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন শফিউল। নতুন জীবনের পথে পা রাখছেন বলে জানান এই পেসার। পরিবারসহ সবার দোয়া কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালের মার্চে লিস্ট এ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করে শফিউল। যদিও সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শফিউল। মাহমুদউল্লাহর সাথে তার দুর্দান্ত পার্টনারশিপেই ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৩৬ বছর বয়সী এই পেসার সব মিলে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট সংগ্রহ করেছেন ১০৭টি।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট