আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথম ব্যাটিং ইনিংসে নেমে সফরকারী বোলারদের পাত্তাই দেয়নি টাইগার ব্যাটাররা। দেখেশুনে ব্যাট করতে বড় স্বস্তি নিয়ে দিন পার করেছে নাজমুল হোসেন শান্তর দল।
আজ (বুধবার) আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছে বাংলাদেশ। তাতে ৫২ রানের লিড পেয়েছে টাইগাররা। তাছাড়া হাতে ৯টি উইকেট রেখে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাট করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। সাদমান ৮০ রান করে ফিরে যাওয়ার পর জয় সেঞ্চুরি তুলে নেন। তৃতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে গড়েছেন ১৭০ রানের অপরাজিত জুটি। দিনশেষে জয় ১৬৯ এবং মুমিনুল ৮০ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন সাদমান। ব্যাটিংয়ে ভালো করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যেরকম পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুয়ায়ী আমরা যাচ্ছি। অবশ্যই ইচ্ছ ছিল ওপেনিং জুটিটা যদি ভালো হয় আমাদের, তাহলে পরবর্তীতে আরো ভালো পার্টনারশিপ হবে। এভাবেই আমরা পরিকল্পনা করে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো গেছে আজকের দিনটা। কালকে সারাদিন আছে, ইনশাআল্লাহ ভালো একটা টোটাল দিতে পারলে আমাদের জন্য ভালো।’
আজকের ইনিংসে কিছুটা দ্রুতগতিতে রান তুলেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের রানরেট ছিল চারের কাছাকাছি। দ্রুত রান তোলার পেছনে আলাদা কোনো পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে সাদমান বলেন, ‘না এটা নিয়ে আলাদা কোনো পরিকল্পনা ছিল না। যেরকম বল পেয়েছি…মারার বল মেরেছি, ভালো বল সম্মান জানিয়েছি। ওভাবেই আমরা ব্যাট করছিলাম। এর বাইরে কোনো পরিকল্পনা ছিল না।’
এর আগেও বেশ কয়েকবার ফিফটি হাকিয়ে সেঞ্চুরির পথে ছিলেন সাদমান। তবে সেগুলো সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি এই ব্যাটার। আজ আউট হয়েছেন আশির ঘরে। সেঞ্চুরি মিস করায় কিছুটা আক্ষেপ রয়ে গেছে তার। তবে পরবর্তীতে এ ধরণের ইনিংস সেঞ্চুরিতে রূপান্তর করার চেষ্টা করবেন এই ওপেনার।
সাদমান বলেন, ‘সেঞ্চুরি মিস করা প্রসঙ্গে জয় বলেন, সেঞ্চুরি মিস হলে আফফোস থাকেই। তবে আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ দিচ্ছেন। তবে চেষ্টা থাকবে, যদি পরের বার ওরকম জায়গায় যদি সেট হতে পারি তাহলে চেষ্টা করবো ইনিংস আরও বড় করার।’
এদিকে সতীর্থ জয় সেঞ্চুরির পর এবার ডাবল সেঞ্চুরির পথে আছেন। জয়ের ইনিংসের প্রশংসার পাশাপাশি তার কাছে বড় স্কোর প্রত্যাশা করছেন সাদমান, ‘জয় অনেক সুন্দর ব্যাটিং করেছে। এখনও মাঠে আছে। আশাকরি, জয় যেন একটা ভালো স্কোর আমাদের দিতে পারে।’
ইতোমধ্যে সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলেছে বাংলাদেশ। একইসঙ্গে ৫২ রানে লিডও পেয়েছে স্বাগতিকরা। আগামীকাল কত রান তোলার টার্গেট নিয়ে ব্যাট করবে বাংলাদেশ কিংবা পুরোটা দিন খেলার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাদমান বলেন, ‘না এখনও তেমন কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। আমাদের ব্যাটাররা ব্যাট করছে, তারা যতদূর ব্যাট করতে পারে। আপাতত এটাই আমাদের পরিকল্পনা।’
আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/বিটি