
ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের অসুস্থতা নিয়ে এতদিন যে রহস্য ছিল, অবশেষে তার পর্দা উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রে পা রেখেই অসুস্থ হয়ে পড়া এই ফরাসি তারকার শারীরিক অবস্থার অবনতির মূল কারণ ছিল খাদ্যে বিষক্রিয়া।
ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’ এসব তথ্য জানিয়েছে।
শুরুতে বমি ভাব ও জ্বরে আক্রান্ত হলেও, দ্রুতই এমবাপ্পের পেটব্যথা শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এর ফলে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি তিনি।
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিয়ে পিএসজির কপালে দুশ্চিন্তার ভাঁজ
» ফিফা র্যাঙ্কিংয়ে অবনতির মুখে হামজা-জামালরা
‘লেকিপ’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এমবাপ্পে যে মুরগির মাংস খেয়েছিলেন, তাতে এক ধরনের ব্যাকটেরিয়া ছিল। এই ব্যাকটেরিয়াই তাঁর পাকস্থলীতে সংক্রমণ ঘটিয়ে খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টি করে। শরীরে তীব্র পানিশূন্যতা দেখা দেওয়ায় মাত্র কয়েক দিনের মধ্যেই এমবাপ্পের ওজন প্রায় ৬ কেজি কমে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর স্যালাইনের মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করা হয়।
এর আগে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এমবাপ্পে ক্লাব বিশ্বকাপ শুরুর সময় থেকেই তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছিলেন। তাঁর দুর্বলতা এতটাই বেশি ছিল যে, তিনি হোটেল রুম থেকেও বের হতে পারছিলেন না।
তবে, সকল প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এই তারকা ফুটবলার। সম্পূর্ণ সুস্থ না হলেও, ফেরার পর শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এক দুর্দান্ত গোল করে রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দেন। যদিও সেমিফাইনালে পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ
