ফিফা র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে শীর্ষ দলগুলোর অবস্থানে বড় কোনো পরিবর্তন না এলেও আফ্রিকা কাপ অব নেশন্সের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে মধ্য ও নিচের দিকের দলগুলোর ক্ষেত্রে। একই সঙ্গে আগের অবস্থানেই আটকে আছে বাংলাদেশ।
গতকাল (সোমবার) প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দল রয়েছে ১৮০তম স্থানে। ২০২৫ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঐতিহাসিক জয়ের পর ৯ বছরের মধ্যে সেরা এই অবস্থানে উঠে এসেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ফিফার কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় ডিসেম্বরের মতো জানুয়ারির র্যাঙ্কিংয়েও অবস্থান অপরিবর্তিত থাকল হামজা-জামালদের।
উইন্ডো না থাকায় শীর্ষ পর্যায়েও তেমন নড়চড় হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে যথাক্রমে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। ছয় ও সাত নম্বরে নিজেদের অবস্থান ধরে রেখেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস।
তবে পরিবর্তনের শুরু আট নম্বর স্থান থেকে। সম্প্রতি শেষ হওয়া আফ্রিকা কাপ অব নেশন্স র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলেছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সেনেগাল ও রানার্সআপ মরক্কো দুই দলই ব্যাপক উন্নতি করেছে।
মরক্কো তিন ধাপ এগিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালের এপ্রিলে সর্বোচ্চ দশম স্থানে ছিল উত্তর আফ্রিকার দেশটি। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পর এবার আফকন পারফরম্যান্স তাদের র্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক এনে দিল।
অন্যদিকে, চ্যাম্পিয়ন সেনেগাল সাত ধাপ এগিয়ে উঠে এসেছে ১২ নম্বরে। এটিও দেশটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ১৭তম স্থানে ছিল সাদিও মানের দল।
মরক্কোর উত্থানের ফলে এক ধাপ করে পিছিয়েছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। তারা নেমে গেছে যথাক্রমে ৯, ১০ ও ১১ নম্বরে।
আফকনের প্রভাবে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে নাইজেরিয়া ও ক্যামেরুন। টুর্নামেন্টে তৃতীয় হওয়া নাইজেরিয়া ১২ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছে। একইভাবে ক্যামেরুনও ১২ ধাপ লাফ দিয়ে এখন ৪৫ নম্বরে। এ ছাড়া আলজেরিয়া ছয় ধাপ এগিয়ে ২৮তম, মিশর চার ধাপ এগিয়ে ৩১তম এবং আইভরিকোস্ট পাঁচ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে উঠেছে।
সব মিলিয়ে সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে আফ্রিকান দলগুলোর উত্থানই সবচেয়ে চোখে পড়ার মতো, আর আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বাংলাদেশসহ অনেক দেশের অবস্থান রয়ে গেছে আগের জায়গাতেই।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/টিএ
