ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড এমন বার্তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আইসিসির কাছে অনুরোধ করেছিল, ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হোক। এই প্রস্তাব নিয়ে এ সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। তবে আলোচনায় কোনো সমাধান আসেনি।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে আবারও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে। কিন্তু আইসিসি তাদের নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনে অনাগ্রহী অবস্থানেই রয়েছে।
আইসিসি প্রকাশ্যে মন্তব্য না করলেও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ও কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আইসিসি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নিলে বদলি দল হিসেবে নেওয়া হবে স্কটল্যান্ডকে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই তাদের বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচ হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।
উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।
এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে উত্তেজনাও বেড়েছে। এসব মিলিয়েই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অবস্থান আরও কঠোর হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/টিএ
