Connect with us
ক্রিকেট

বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আগে ইংল্যান্ডের পরীক্ষা নিলো স্কটল্যান্ড

ENG vs SCO
এই ম্যাচে ইংল্যান্ডের বোলিং লাইনের বেশ ভালোই পরীক্ষা নিয়েছে স্কটল্যান্ড।

এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনের মধ্যে ইংল্যান্ডের বোলিং লাইন অন্যতম। কিন্তু সেই বোলিং লাইনের কঠিন পরীক্ষা নিলো স্কটল্যান্ড।ন যদিও ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে কিন্তু ১০ ওভার বোলিং করে কিছুই করতে পারেনি জোফরা আর্চার, ক্রিস জর্ডান, মার্ক উড ও আদিল রশিদরা।

ব্রিজটাউনের কেনিংস্টন ওভালের মাঠে মঙ্গলবার রাতে বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছে। এ ম্যাচে শুরুতে ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯০ রান করে স্কটিশরা। ১০ ওভারে এই রান তুলেছে স্কটল্যান্ড। কোনো উইকেটই শিকার করতে পারেনি ইংলিশ বোলাররা।

এদিন ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১০৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের, কিন্তু ব্যাটিংয়েই নামতে পারেনি তারা। পরে বৃষ্টি লিখে দিলো ম্যাচের ভাগ্য। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।



বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। এভাবেই পিচ ঢাকতে দৌড়াচ্ছে স্টাফরা। ছবি- ক্রিকইনফো

বৃষ্টির কারণে দেড় ঘণ্টা পর খেলা শুরু হয়। ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে ৩ ওভারে আসে ২৬ রান। চতুর্থ ওভারে আর্চার ২ রান দিলে একটু চাপে পড়ে স্কটিশরা। পরের ওভারে মার্ক উড দেন ৬ রান। যদিও পাওয়ার প্লের শেষ ওভারে এসে ১৫ রান দিয়ে দেন ক্রিস জর্ডান। আবার নামে বৃষ্টি।

এ দফায় প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফেরার পর ম্যাচ হয়ে যায় দশ ওভারে। মঈন আলি ও আদিল রশিদের বোলিংয়ে বেশ ভালোই রান তোলেন জর্জ মুনশি ও মাইকেল জোন্স। ৩১ বলে ৪১ রানে মুনশি ও ৩০ বলে ৪৫ রানে জোনস অপরাজিত থাকেন। এই ম্যাচে ইংল্যান্ডের বোলিং লাইনের বেশ ভালোই পরীক্ষা নিয়েছে স্কটল্যান্ড।

আরও পড়ুন: ভারত-আয়ারল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (৫ জুন ২৪)

ক্রিফোস্পোর্টস/৫জুন২৪/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট