দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার প্রহর শেষ করল স্কটল্যান্ড। ঘরের মাঠে ডেনমার্ককে ৪–২ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দলটি। ম্যাচটা ছিল টানটান উত্তেজনায় ভরা, দুইবার এগিয়ে গিয়েও চাপের মুখে পড়েছিল স্কটিশরা, কিন্তু যোগ করা অতিরিক্ত সময়ে দুটো গোল তাদের ইতিহাসে আরেকটি মাইলফলক যোগ করল।
হ্যাম্পডেন পার্কে বাছাইপর্বের শেষ ম্যাচটা শুরু থেকেই টানটান ছিল। স্কট ম্যাকটমিনে মাত্র তৃতীয় মিনিটে যে গোলটি করলেন বক্সে বাইসাইকেল কিকে তা ম্যাচের গতি বদলে দেয়। যদিও প্রথমার্ধে সেই এক গোলেই সীমাবদ্ধ ছিল স্কটল্যান্ড। বিপরীতে ডেনমার্ক অনেকগুলো সুযোগ তৈরি করেও লক্ষ্যে কোনো শট দিতে পারেনি।
বিরতির পর দুই দলই খেলার গতি বাড়ায়। র্যাসমুস হইলুন্ড ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপরই তিন মিনিটের মধ্যে রাসমুস ক্রিস্তেনসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ডেনমার্কের সামনে বড় বাধা তৈরি হয়। একজন কম নিয়ে খেললেও ডেনিশরা থামেনি। লরেন্সের গোলে ৭৮তম মিনিটে আবার এগিয়ে যায় স্কটল্যান্ড, কিন্তু তিন মিনিটের মাথায় পাত্রিক দোরগুর গোল ম্যাচকে আবার সমতায় ফেরায়। নির্ধারিত সময়ে দুই দলই ২-২ এ সমতায় থাকেন।
তারপর যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে কিয়েরান টিয়েরনির জোরালো শটে গোল করে স্কটিশদের উল্লাসে ভাসান। আর অষ্টম মিনিটে মাঝমাঠের কাছ থেকে কেনি ম্যাকলিনের লফটেড শট ডেনিশ গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচ ৪-২তে সমাপ্ত করে স্কটিশরা।
এই জয়ে ‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পেল স্কটল্যান্ড। ডেনমার্ক শেষ মুহূর্তে লক্ষ্যের এত কাছে গিয়েও সরাসরি সুযোগ হাতছাড়া করে প্লে-অফে নেমে গেল। তিন দশকের অপেক্ষার পর আবারও বিশ্বকাপ ফুটবলে ফিরল স্কটিশরা।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/টিএ