
আর মাত্র দু’দিন বাদেই শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যে উদ্দেশ্যে আরো আগেই দেশ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধি দল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের নারী বিশ্বকাপের। যেখানে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।
আসন্ন এই টুর্নামেন্টের মূল আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরীতার কারণে ভারতের পাশাপাশি বিশ্বকাপের একটা অংশ আয়োজন হবে শ্রীলঙ্কার মাটিতে। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে মোট ৮ দল। যেখানে প্রতিটি দল একে অপরের পক্ষে খেলবে একটি করে ম্যাচ। অর্থাৎ বিশ্বকাপের প্রথম রাউন্ডে সকলে খেলার সুযোগ পাবে মোট সাতটি করে ম্যাচ।
আসন্ন এই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল ছাড়াও থাকছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আট দলের মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষে শীর্ষে থাকা ৪ দল নিশ্চিত করবে টুর্নামেন্টের সেমিফাইনাল।
উল্লেখ্য, আগামী ২ অক্টোবর শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ভারতে ফিরে আসবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ইংল্যান্ড ও ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। এরপর দক্ষিণ আফ্রিকা (১৩ অক্টোবর), অস্ট্রেলিয়া (১৬ অক্টোবর), শ্রীলঙ্কা (২০ অক্টোবর) ও ভারতের (২৬ অক্টোবর) বিপক্ষেও ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের সময়সূচি:
তারিখ | ম্যাচ | সময় |
২ অক্টোবর | বাংলাদেশ বনাম পাকিস্তান | বিকাল ৩:৩০ মিনিট |
৭ অক্টোবর | বাংলাদেশ বনাম ইংল্যান্ড | বিকাল ৩:৩০ মিনিট |
১০ অক্টোবর | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | বিকাল ৩:৩০ মিনিট |
১৩ অক্টোবর | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | বিকাল ৩:৩০ মিনিট |
১৬ অক্টোবর | বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া | বিকাল ৩:৩০ মিনিট |
২০ অক্টোবর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | বিকাল ৩:৩০ মিনিট |
২৬ অক্টোবর | বাংলাদেশ বনাম ভারত | বিকাল ৩:৩০ মিনিট |
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এফএএস
