বছরের শেষ দিকে এবার মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের সকল ম্যাচের সময়সূচি। ৮ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’ থেকে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
দুটি গ্রুপে চারটি করে দল ভাগ করা হয়েছে আসন্ন এই যুব এশিয়া কাপে। এবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আরো থাকছে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। আগামী ১২ ডিসেম্বর ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট।
উভয় গ্রুপের শীর্ষ দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। যুব এশিয়া কাপ শুরুর পরবর্তী দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।
যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি—
| তারিখ | প্রতিপক্ষ | সময় |
| ১৩ ডিসেম্বর | আফগানিস্তান | সকাল ১১টা |
| ১৫ ডিসেম্বর | নেপাল | সকাল ১১টা |
| ১৭ ডিসেম্বর | শ্রীলঙ্কা | সকাল ১১টা |
যুব এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ১৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এদিকে উভয় গ্রুপের শীর্ষ দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচ খেলা হবে ১৯ ডিসেম্বর। যেখান থেকে বিজয়ী দুই দল টুর্নামেন্টের ফাইনাল খেলবে পরবর্তী ২১ ডিসেম্বর। আর সেই শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে যুব এশিয়া কাপের।
উল্লেখ্য, এর আগে গেল ২০২৪ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে ভারত। বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান বাদে আর কোন দল যুব এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এফএএস