বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্ধীতা দেখা যাবে এবার ক্রিকেটেও। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। ফুটবলের কারণেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় তারা। এবার ক্রিকেটেও দেখা যাবে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা।
লাতিন অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে এর আগেও মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনা সফর করবে ব্রাজিল।
আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) থেকে মাঠে গড়াবে এই সিরিজ। স্থানীয় সময় দুপুর ৩টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) শুরু হবে ম্যাচটি। এরপর ২৯ নভেম্বর মাঠে গড়াবে ২টি ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় রাত সন্ধ্যা ৭টা) এবং তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১২ টা)।
এরপর ৩০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি। চতুর্থ টি-টোয়েন্টি মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১০ টায়। আর পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শুরু স্থানীয় সময় বিকেল ৩টায়। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্সের ভেন্যু ক্লাব সান আলবানোতে।
লাতিনের এই দুটি দেশেই সবচেয়ে বেশি জনপ্রিয় ফুটবল। সেখানে ক্রিকেটের খুব একটা জনপ্রিয়তা নেই। তাই ক্রিকেটে তাদের খুব একটা সাফল্য নেই। তবে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ৪৯ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৪৮। তবে ব্রাজিল র্যাঙ্কিংয়ের তলানীতে অবস্থান করছে করছে। ৯ রেটিং নিয়ে ৮৫ নম্বরে রয়েছে দলটি।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/বিটি