Connect with us
ফুটবল

ভারতে খেলবে সৌদি ক্লাব আল নাসর, রোনালদো আসবেন?

Saudi club Al Nasr to play in India, will Ronaldo come
ভারতে খেলতে আসতে পারেন রোনালদো। ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ২০২৫-২৬ মৌসুম। এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে সৌদি ক্লাব আল-নাসর। তবে ক্লাবটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আসবেন কিনা সেটা এখনো অনিশ্চিত।

এএফসির দ্বিতীয় বিভাগের এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০২৫-২৬ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে গ্রুপ ‘ডি’ তে পড়েছে রোনালদোর দল আল নাসর। আর একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া। এছাড়া বাকি দুটি ক্লাব হলো ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর গ্রুপ পর্বের ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। তাই একই গ্রুপের থাকায় গোয়াকে খেলতে হবে সৌদি আরবে গিয়ে এবং আল নাসরকে অ্যাওয়ে ম্যাচে ভারতে এসে খেলতে হবে। আর এ কারণেই রোনালদোর ভারতে আসার বড় সম্ভাবনা জেগেছে।



তবে আল নাসরের ভারতে আসা নিশ্চিত হলেও রোনালদোর ভারতে আসা নিশ্চিত নয়। কারণ ক্লাবটির সঙ্গে চুক্তি অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর অ্যাওয়ে ম্যাচগুলো খেলতে বাধ্য নন রোনালদো। যে কারণে তিনি না চাইলে ক্লাব তাকে ভারতে এসে খেলতে বাধ্য করতে পারবে। অর্থাৎ রোনালদো ভারতে এসে খেলবেন কিনা সেটা নির্ভর করছে তার ইচ্ছার ওপর।

তবে ভারতে রোনালদোর অসংখ্য সমর্থক রয়েছে। তাদের কথা বিবেচনা করে আসতেও পারেন এই পর্তুগিজ মহাতারকা। তবে নাসরের ভারত সফরের সময়ই জানা যাবে তিনি আসবেন কিনা।

এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর গ্রুপ পর্বে মোট ৩২টি দল অংশ নেবে। ড্র-তে দলগুলোকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী বছরের ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাউন্ড অব সিক্সটিনের লড়াই।

৩ মার্চ থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল, যা চলবে ১১ মার্চ পর্যন্ত। এরপর ৭ ও ১৪ এপ্রিল দুটি সেমিফাইনাল এবং ১৬ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল