Connect with us
ফুটবল

সৌদি আরবের আল আহলি দলে ভেড়াচ্ছে মেসিকে

Saudi Arabia's Al Ahli are eyeing Messi for the team
ফুটবল জাদুকর লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল জাদুকর লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। ইন্টার মায়ামির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে, আর এর মধ্যেই ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত নানা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ নতুন এক খবরে জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল আহলি মেসিকে তাদের প্রো লিগে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে।

এর আগে মেসির সম্ভাব্য বার্সেলোনায় ফেরা বা ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে ইউরোপে শাণিয়ে নেওয়ার মতো খবর শোনা গেলেও, স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগ জানিয়েছেন মেসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুন:

» যার হাতে উঠছে ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুট

» ব্রাজিলের কোচিং প্যানেল ছাড়লেন ডেভিড আনচেলত্তি

তবে ‘লে’কিপ’ এর রিপোর্ট অনুযায়ী, আল আহলি মেসির সঙ্গে চুক্তির বিষয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালাচ্ছে এবং তাকে রাজি করাতে ‘যা যা করার দরকার সবই করবে’।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পরও সৌদি আরবের কাছ থেকে মেসি প্রস্তাব পেয়েছিলেন, তবে সেবার তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে বেছে নেন। মায়ামিতে দুটি ট্রফি জিতলেও, এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি মেসি।

আল আহলি সৌদি আরবের অন্যতম সফল ক্লাব, যারা গত মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতেছে। ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ এবং লিভারপুলের রবার্তো ফিরমিনোর মতো তারকারা এই ক্লাবে খেলেন।

যদি মেসি এই প্রস্তাবে রাজি হন, তবে তার পুরোনো প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর (আল নাসর) সঙ্গে সৌদি প্রো লিগে আবারও দ্বৈরথ দেখার সম্ভাবনা তৈরি হবে। সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে বলেও জানা গেছে।

ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মেসির ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কোথায় গড়াবে।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল