ক্রিকেটকে বলা হয় রাজার খেলা। তবে সেই খেলায় হাতেগোনা কিছু দেশ ব্যতীত সবার অংশগ্রহণ নেই। তাই অনেক দেশই ক্রিকেটেও নিজেদের নতুনভাবে আবির্ভাব করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের পক্ষ থেকে খেলোয়াড় ও কোচ দেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশকে। কিন্তু সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। দেশটির ‘ভিশন ২০৩০’ কৌশলের অংশ হিসেবে ক্রিকেটেও বড় বিনিয়োগের পথে হাঁটছে তারা। তাদের লক্ষ্য, ঘরোয়া কাঠামো শক্ত করা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা।
এই পরিকল্পনার অংশ হিসেবেই সৌদি আরব বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় ও কোচ নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দীর্ঘমেয়াদে তাদের জাতীয় দলের হয়ে খেলানোর চিন্তাও রয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র একই পথ অনুসরণ করেছে।
ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব বিসিবির কাছে পুরুষ ও নারী ক্রিকেটার দেওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে কোচিং স্টাফ দেওয়ার প্রস্তাবও আসে। তবে বিসিবি সেই প্রস্তাব নাকচ করে দেয়।
শনিবার এ বিষয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “প্রায় দুই মাস আগে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি তখনই না বলে দিয়েছি।”
তিনি আরও বলেন, “তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছে পুরুষ ও নারী দুই দলেরই। এমনকি কোচও চেয়েছে। কিন্তু নিজের দেশের স্বার্থের ক্ষতি করে আমি কীভাবে অন্য দেশের জন্য খেলোয়াড় বা কোচ দিতে পারি?”
বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি আরবের প্রভাব দিন দিন বাড়ছে। লিভ গলফ, ফর্মুলা ওয়ান, ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি এবার ক্রিকেটেও নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে তারা। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কৌশলগত সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্য সৌদি আরবের।
তবে বিসিবিও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিসিবি জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/টিএ
