Connect with us
ফুটবল

২০৩৪ বিশ্বকাপে ফুটবল আকাশে খেলার পরিকল্পনা সৌদির

Sky Stadium plan in Saudi Arabia
সৌদি আরবের পরিকল্পিত স্কাই স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

ফুটবল খেলার নাম শুনলেই আমাদের মাথায় এমন একটা দৃশ্য চিত্রিত হয়, যেখানে ভূপৃষ্ঠের খোলা মাঠে অসংখ্য ফুটবলার খেলা করছেন একটি বল নিয়ে। তবে কখনো কি কেউ চিন্তা করেছে, সেই ফুটবল খেলা হবে আকাশে! কিন্তু এবার সেটাই হতে যাচ্ছে বাস্তবে। ২০৩৪ বিশ্বকাপে ফুটবল আকাশ খেলার পরিকল্পনা করেছে সৌদি আরব।

পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ২০৩৪ ফিফা বিশ্বকাপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা। আর ফুটবলের এই মহাআসরকে সামনে রেখে ব্যতিক্রম চিন্তা করেছে আয়োজক দেশ। বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ তৈরির ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বৈশিষ্ট্যের বিচারে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে নিমো স্কাই স্টেডিয়াম। সৌদি আরবের ভিশণ ২০৩০ এর অধীনে নির্মাণ হতে যাওয়া ভবিষ্যৎ শহর ‘দ্য লাইনে’ স্থাপিত হবে এই স্টেডিয়ামটি। যা ভূপৃষ্ঠের মাটি থেকে ১১৫০ ফুট উচ্চতায় নির্মিত হবে। পৃথিবীতে এমন উচ্চতায় এর আগে তৈরি হয়নি আর কোন স্টেডিয়াম।



সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে উদ্ভাবন, বিনোদন ও টেকসই উন্নয়নের প্রতীক হিসেবে থাকবে এই নিমো স্কাই স্টেডিয়াম। যেখানে এই প্রকল্পটির বাজেট ধরা হয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। আকাশে নির্মিত এই স্টেডিয়ামে একসঙ্গে খেলা দেখতে পারবেন প্রায় ৪৬০০০ দর্শক। এছাড়া পরিবেশবান্ধব সামগ্রী দ্বারা এই অবকাঠামও নির্মাণের কথাও জানিয়েছে সৌদি।

প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী ২০৩৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু ম্যাচ আয়োজন করা হবে এই স্কাই স্টেডিয়ামে। যেখানে দর্শকরা উপভোগ করতে পারবেন ফুটবলের পাশাপাশি আকাশের ভিন্ন রকম এক দৃশ্য। ২০২৬ সাল থেকে এই বিচিত্র ধরনের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়ে তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে আগামী ২০৩২ সালের মধ্যে।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল