Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে হতাশ স্যামি

ড্যারেন স্যামি
ম্যাচ শেষে ভুয়া ভুয়া স্লোগান নিয়ে ড্যারেন স্যামি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শেখ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ টি–টোয়েন্টি ম্যাচে মাঠজুড়ে ছিল দর্শকের ঢল। কিন্তু পুরো সিরিজ জুড়েই একটা ঘটনা নজরে পড়েছে সেটা নিজেদের ক্রিকেটারদের উদ্দেশে গ্যালারি থেকে উঠেছে “ভুয়া, ভুয়া” স্লোগান। সমর্থকদের এই আচরণ ভালো লাগেনি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামির। সিরিজ শেষে তাই সংবাদ সম্মেলনে তিনি হতাশা প্রকাশ করেছেন। সেই সাথে দলকে আরও বেশি সমর্থন দেওয়ার পরামর্শও দিয়েছেন।

স্যামি বলেন, “আমি শুনেছি তারা নিজেদের খেলোয়াড়দের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ দিচ্ছে। এটা কী বোঝায়, সেটাও জেনেছি। কিন্তু একটা কথা বলব যখন আপনি নিজের দেশের দলকে সমর্থন দিতে মাঠে আসেন, তখন আপনি তার ভক্ত। সব খেলোয়াড়ই চেষ্টা করে ভালো খেলতে। তাদের মনোবল ভাঙার মতো আচরণ না করে বরং তাদের পাশে দাঁড়ানো উচিত।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশকে। আগের চারটি টি–টোয়েন্টি সিরিজে টানা জয়ের পর এই হারে হতাশ দল ও সমর্থকরা। তবে বিপক্ষ কোচের চোখে, সমর্থকদের এই নেতিবাচক প্রতিক্রিয়া দলের জন্য ভালো কিছু বয়ে আনে না।



স্যামি বলেন, “আমি বুঝি, সমর্থকরা চায় দল ভালো করুক। কিন্তু কখনো কখনো খেলার ভেতর ভুল হয়, খারাপ দিন আসে। তখনই দরকার সমর্থন, সাহস দেওয়া। এমন সমর্থন করলে দল আরও ভালোভাবে ফিরে আসবে।”

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে ৩–০ ব্যবধানে। এতে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে স্বস্তিতে ফিরেছে ক্যারিবীয়রা। কিন্তু সিরিজ শেষে আলোচনায় এসেছে মাঠের বাইরের বিষয়। দেশের ক্রিকেটে সমর্থকদের ভূমিকা কতটা ইতিবাচক হওয়া উচিত, সেই প্রশ্নই তুলে দিলেন ড্যারেন স্যামি।

উল্লেখ্য, বাংলাদেশ সম্প্রতি আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এবার ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে লজ্জার রেকর্ড গড়েছে। এর আগে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি টাইগাররা। ক্রমাগত এমন ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণেই দর্শকদের এমন বিরুপ আচরণের মুখোমুখি হচ্ছে ক্রিকেটাররা।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট