Connect with us
ফুটবল

সামিতের অ্যাসিস্টে প্রিমিয়ার লিগে বড় জয় পেল কাভালরি

Shamit Shome playing for Cavalry FC
কাভালরির হয়ে খেলছেন সামিত সোম। ছবি- কাভালরি এফসি

এবারের কানাডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি সামিত সোমের দল কাভালরি এফসির। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে তারা। নিজেদের শেষ দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে কাভালরি। যেখানে নিজেদের সবশেষ ম্যাচে দলের বড় জয়ের রাতে অ্যাসিস্ট করেছেন বাংলাদেশি ফুটবলার সামিত।

গতকাল শুক্রবার রাতে প্রতিপক্ষের ঘরের মাঠ স্যাকভিল স্ট্রিটে হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে কানাডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল কাভালরি। যেখানে হ্যালিফ্যাক্সকে ৩-০ গোলে পরাজিত করে সামিত সোমের দল। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়েছে কাভালরি।

এদিন ঘরের মাঠে বল দখলে এগিয়েছিল হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্স। তবে ম্যাচের প্রথমার্ধে যোগ করার সময়ে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় কাভালরি। এরপর বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। একাধিক ভালো আক্রমণ তৈরি করে সমতায় ফেরার চেষ্টাও চালায় তারা।

আরও পড়ুন:

» অশান্তি থামাতে ভূমিকা রাখায় ট্রাম্পকে কৃতজ্ঞতা জানালেন আফ্রিদি

» পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

তবে শেষ দিকে ম্যাচে ৮৩ এবং ৮৫ মিনিটে পরপর দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন আলী মুসি। যেখানে তৃতীয় এবং সর্বশেষ এই ফুটবলারকে সহায়তা করেছেন সামিত সোম। ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সের ডান প্রান্তে বল বাড়ান সামিত। বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মুসি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে দুই ২ এবং ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে কাভালরি। এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ওয়ান্ডার্স। উল্লেখ্য, ৮ দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে চারটি করে ম্যাচ। যেখানে থাকবে দুটি হোম এবং দুটি অ্যাওয়ে পদ্ধতির খেলা।

ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল