Connect with us
ফুটবল

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিত, অভিনন্দন জানালো তার ক্লাব

Shamit Shome with Bangladeshi flag
সামিত সোম। ছবি- বাংলাদেশ ফুটবল আল্ট্রাস

গেল মাসে আনুষ্ঠানিকভাবে সামিত সোম জানিয়েছিলেন লাল-সবুজের জার্সিতে খেলতে চান তিনি। তারপর থেকে তাকে দলে পেতে সকল প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে সকল জটিলতা কাটিয়ে ফিফা থেকেও অনুমোদন পেয়ে গেছেন কানাডিয়ান লিগে খেলা এই ফুটবলার।

বর্তমানে সামিত কানাডা প্রিমিয়ার লিগের দল কাভারলি এফসির হয়ে খেলছেন। গতকাল তার এক ভিডিও বার্তায় সামিতের বাংলাদেশের অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, মাঠেই দর্শকের হাতে থাকা বাংলাদেশের পতাকার সঙ্গে ছবি তুলছেন সামিত।

কাভারলি এফসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে সামিতকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘তার ঐতিহ্যকে সম্মান জানাই। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সামিত সোম। অনেক অভিনন্দন সামিত।’

আরও পড়ুন:

» আজ শুরু বাংলাদেশের সাফ মিশন, সরাসরি দেখবেন যেভাবে

» সাফে বাংলাদেশ যুবাদের ম্যাচসহ আজকের খেলা (৯ মে ২৫)

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে মাঠে নামবেন সামিত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

ইতোমধ্যে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছে আরেক তারকা ফুটবলার হামজা চৌধুরীর। ভারতের মাটিতে লাল-সবুজের জার্সিতে খেলেছেন তিনি। এবার প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলতে যাচ্ছেন এই তারকা। একই সঙ্গে হামজা-সামিত জুটি দেখতে মুখিয়ে দেশের হাজারো ফুটবল দর্শক।

ক্রিফোস্পোর্টস/৯মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল