
বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। মঙ্গলবার (৬ মে) ফিফা থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন এই ২৭ বছর বয়সী ফুটবলার। বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই এই মিডফিল্ডারের।
গতকাল (সোমবার) ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সামিতকে নিয়ে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে বাফুফেকে চিঠি প্রদানের মাধ্যমে সামিতের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির থেকে কিছুক্ষণ আগেই আমরা চিঠি পেয়েছি। এখন বাংলাদেশের পক্ষে খেলতে সামিতের আর কোনো বাধা নেই।’
আরও পড়ুন:
» আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক
» র্যাঙ্কিংয়ে অবনতি, ২০২৭ বিশ্বকাপ নিয়ে যে শঙ্কায় বাংলাদেশ
গত ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র সংগ্রহ করেন সামিত। এরপর ২ মে কানাডার বাংলাদেশ হাই-কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি এবং ৭২ ঘণ্টার মধ্যেই ই-পাসপোর্ট পেয়ে যান। গতকাল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে তার অনুমোদন নিয়ে আবেদন জায়ায় বাফুফে এবং ২৪ ঘণ্টার আগেই ফলাফল পেয়েছে বাফুফে।
সামিত কানাডার বয়সভিত্তিক দল এবং জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। তবে সেগুলো প্রীতি ম্যাচ হওয়ার কারণেই আবেদনের পর খুব দ্রুত সময়ে ফিফার অনুমোদন পেয়েছেন সামিত।

কাভারলি এফসির জার্সিতে সামিত। ছবি- সংগৃহীত
এ বিষয়ে ফাহাদ বলেন, ‘সামিতের বাবা-মা দুই জনই জন্মসূত্রে বাংলাদেশি। আর কানাডা সিনিয়র দলের হয়ে তার খেলা ম্যাচগুলো অফিসিয়াল ম্যাচ না হওয়ায় প্লেয়ার স্ট্যাটাস কমিটি স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরেও বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্তের জন্য আমাদের সভাপতি ফিফার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছিলেন।’
বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগে কাভারলি এফসির হয়ে খেলছেন সামিত। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে সামিতের।
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/বিটি
