হামজা চৌধুরীর আগমনের পর থেকে যেন বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। ভক্ত সমর্থকদের মাঝেও শুরু হয়েছে নতুন এক উন্মাদনা। হামজার পথ ধরে একে একে দেশে আসতে শুরু করেছেন বিদেশি লিগে খেলা একাধিক তারকা ফুটবলার। যাদের মধ্যে অন্যতম কাভালরি এফসিতে খেলা সামিত সোম। যিনি নিজের প্রথম জয়ের আশায় তাকিয়ে আছেন ভারত ম্যাচের দিকে।
এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটেছিল সামিত সোমের। এখন পর্যন্ত দেশের হয়ে তিনি খেলেছেন চার ম্যাচ। তবে কোন ম্যাচেই জয়ের আনন্দে মাততে পারেননি তিনি। তাই এবার ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে হারানোর প্রত্যাশার কথা জানিয়েছেন সামিত।
গতকাল অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মিডফিল্ডের নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমি মনে করি, পুরো দল, গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকিং-সব পজিশনের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আছে যে, আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারব, জিততে পারব। বিগত ম্যাচগুলোতে আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে, কিন্তু জয়টা পাচ্ছি না। জয়টা আমাদের পাওয়া উচিত। আশা করি, আমরা এবার সেটা পাব।’
ভারতকে হারিয়ে জয় পাওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি আরো বলেন, ‘জানি, ভারত ভালো দল, আমরাও ভালো দল। এই ম্যাচটার অনেক অর্থ আছে, তাই না? যে দ্বৈরথটা আমাদের মধ্যে আছে, ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আমরা প্রস্তুত থাকব। আশা করি, আমরা জিততে পারব। আমরা ভালো খেলতে পারি, ভালো পারফরম্যান্স দিতে পারি। যে জয়টা খুঁজছি আমরা, এই মঙ্গলবারের ম্যাচে সেটা আশা করি পাব।’
শেষ মুহূর্তে গোল হজম করার বিষয়ে সামিত বলেন, ‘ফুটবলে এমন হয়, তাই না? আমরা কেবল ভাগ্যেকে পক্ষে পাচ্ছি না। এমনকি নেপালের বিপক্ষে ম্যাচে ওরা যে কর্নার কিক পেয়েছে, ওইটা আসলে মনে হয় অফসাইডও ছিল, তাই না? কিন্তু ফুটবলে এগুলো হয়। জানি না, কেন আমরা মনোযোগ হারাচ্ছি, কিন্তু আশা করি, ভাগ্যকে সামনে পাশে পাব, মনোযোগ হারাব না এবং আমরা যেন ওভাবে গোল হজম না করি। মূল বিষয় হলো, শেষ বাঁশি বাজা পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে।’
নেপালের তুলনায় ভারতের রক্ষণকে ভাঙ্গা সহজ হবে মনে করেন তিনি, ‘ভারত ভালো দল, কিন্তু তাদেরও দুর্বলতা আছে। ওদের মিডফিল্ড লাইন ও ডিফেন্স লাইনের মাঝে ফাঁক থাকে, জায়গা থাকতে পারে। আপনারা দেখেছেন, নেপাল যেভাবে ডিফেন্ড করেছে, ভারত মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার ওইভাবে রাখতে পারবে না। আমরা ওই জায়গাতে সুযোগটা নিতে পারব।’
আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ হোম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে এই ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই দর্শকদের মাঝে। আর তাই ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সকল টিকিট। এর আগে ভারতের মাটিতে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এফএএস