Connect with us
ফুটবল

লিগে স্বচ্ছতা ফেরাতে সালাউদ্দিনের পদত্যাগ

লিগে স্বচ্ছতা ফেরাতে সালাউদ্দিনের পদত্যাগ, নয়া দায়িত্বে ইমরুল হাসান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ নিয়ে প্রায়শই শোনা যায় বিভিন্ন বিতর্ক। সঠিক সময়ে লিগ আয়োজন না হওয়া, মাঠ ও মাঠের বাইরে অব্যবস্থাপনা, সময়ের সাথে দর্শক আকর্ষণ করতে ব্যর্থ হওয়া এসব নিয়ে এতোদিন প্রশ্ন উঠত দায়িত্বরত লিগ আয়োজকদের ওপর। তবে লিগের স্বচ্ছতা ফেরাতে এবার পেশাদার ফুটবল লিগ কমিটির দায়িত্ব পেলেন বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তা ইমরুল হাসান।

গেল ১২ বছরে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হিসাবে ১৩টি প্রিমিয়ার লিগ আয়োজন করেছিলেন বিসিবির সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। গতবছর নির্বাহী কমিটির সভায় সকলের অনুমোদন সাপেক্ষে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন কাজী সালাউদ্দিন। তবে ১ বছরের মাথায় আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। তার জায়গায় লিগ কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে বসুন্ধরা কিংসের এই শীর্ষ কর্মকর্তাকে।

এর আগে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তবে তাকে দেওয়া হয়েছিল তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মহানগর লিগ কমিটি ও পাইওনিয়র লিগ কমিটির দায়িত্ব। তবে তার অধীনে নিয়মিতই নিচের সারির সবকটি লিগ হয়েছে ভালো ভাবেই। তার যোগ্যতার প্রমাণ তিনি দেখিয়েছেন বসুন্ধরা কিংসের সাফল্যের মাধ্যমেও।

এবার সঠিকভাবে নিজের দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ঘরোয়া ফুটবল লিগ আয়োজনের দায়িত্বটাও পেলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে ইমরুল হাসান বলেছেন, ‘বাফুফে সভাপতিকে আমার ওপর আস্থা রাখায় অনেক ধন্যবাদ। বিতর্ক সব জায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তক খেলাধুলারই একটা অংশ। আমি সঠিকভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো।’

তিনি আরও জানান, ‘আমরা সঠিক সময়ে লিগ শুরু এবং শেষ করার চেষ্টা করবো। আন্তর্জাতিক উইন্ডো এবং আমাদের লিগের সূচিতে মিল করার চেষ্টা করবো। যাতে লিগে দলগুলো ভালো মানের বিদেশি খেলোয়াড় আনতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে আরো ভালো করতে পারে।’

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা, সৌম্য ফিরলেও নেই সাকিব-রিয়াদ

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৩/এসএফ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল