
প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে প্রথমবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মিসরের এই ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগের চলতি আসরের খেলা এখনো শেষ হয়নি। এখনো শেষ রাউন্ডের খেলা বাকি। তবে তার আগেই আজ শনিবার (২৪ মে) প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ইপিএল কর্তৃপক্ষ।
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর লিভারপুলের দায়িত্বে আসেন ডাচ কোচ আর্নে স্লট। গত কয়েক আসরের ব্যর্থতা কাটিয়ে তার অধীনে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লিভারপুল। চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শিরোপা নিশ্চিত করে অল রেডরা।
আরও পড়ুন :
» রিশাদের হাতে আইফোন তুলে দিয়ে যা বললেন লাহোরের পরিচালক
» তার মানে আমি আরও ১০ বছর খেলতে পারি : ক্রিস্টিয়ানো রোনালদো
লিভারপুলের এই ঘুরে দাঁড়ানোর পেছনে বড় অবদান রাখেন সালাহ। স্লটের অধীনে মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন এই ফরোয়ার্ড। নিয়মিত গোল-অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন তিনি। আর মৌসুম শেষে সেটারই পুরস্কার পেলেন এই মিশরীয় সুপারস্টার।
প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ২৮টি গোল করেছেন সালাহ। সেইসঙ্গে ১৮টি গোলে সহায়তা করেছেন তিনি। গোল-অ্যাসিস্ট দুই তালিকাতেই সবার ওপরে অবস্থান এই মিশরীয় ফরোয়ার্ডের। তাছাড়া এখনও লিভারপুলের একটি ম্যাচ বাকি রয়েছে।
এদিকে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে আছেন সালাহ। ২৩ গোল নিয়ে এই তালিকায় দুই নম্বরে আছেন নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক। শেষ রাউন্ডের ম্যাচ শেষে ইসাকের চেয়ে এগিয়ে থাকলেই চতুর্থবার গোল্ডেন বুট জয়ের স্বাদ পাবেন এই তারকা।
এছাড়া চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড় সার্জিও আগুয়েরোর রেকর্ড ভেঙেছেন সালাহ। ১৮৪ গোল নিয়ে চলতি মৌসুমের আগে শীর্ষে অবস্থান করছিলেন আর্জেন্টিনার এই সাবেক ম্যানসিটি ফরোয়ার্ড। তার রেকর্ড ভেঙে বর্তমানে শীর্ষে অবস্থান করছেন সালাহ।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/বিটি
