
চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে নেমে ১-০ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে বর্তমান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। পরাজয়ের ম্যাচে সালাহকে বসিয়ে রেখে সমালোচনার জন্ম দিয়েছেন লিভারপুল। ম্যাচের একমাত্র গোল করেছেন ভিক্টর ওসিমেন।
বাংলাদেশ সময় আজ রাত একটা বাজে গালাতাসারাইয়ের বিপক্ষে ইস্তানবুলের মাঠে খেলতে নামে লিভারপুল। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভিক্টর ওসিমেন। শুরুর এই ধাক্কা পরে আর সামলাতে পারেনি সালাহর দল। তবে ম্যাচ শুরুর এক ঘণ্টা পর মাঠে নামানো হয় সালাহকে। এরই মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় গালাতাসারাইয়ের হাতে। সালাহকে বসিয়ে রাখায় সমালোচনার ঝড় ওঠে।
অপরদিকে ম্যাচের মাঝপথে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গোলরক্ষক আলিসন। বাড়তি দুশ্চিন্তায় পড়ে লিভারপুল। লিভারপুলের এমন ছন্দহীন খেলায় সমালোচনা করেছেন দর্শকেরা। সমালোচকদের দাবি, লিভারপুলের খেলা আর আগের মতো স্থিতিশীল নেই।
দলে ভেড়ানো নতুন দুই খেলোয়াড়ও গ্রীষ্মকালীন রদবদলে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে দলে আনা আলেক্সান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভার্টজ দলের হয়ে কোনো অবদান রাখতে পারেননি।
ইংলিশ ক্লাব লিভারপুলের সমালোচনায় ওয়েন রুনি বলেছেন, ভার্টজ আসায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে। সে প্রতিভাবান খেলোয়াড় হলেও এখনো লিভারপুলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি।
তবে ফিরে আসার এখনো অনেক সময় আছে বলে মনে করেন সাবেক তারকা ড্যানিয়েল স্টারিজ। আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিলে আবার ফিরে আসতে পারবে লিভারপুল। তার মতে, লিভারপুল এখনো আগের মতো পারফরম্যান্স দেখাতে পারছে না বটে, কিন্তু মৌসুমের এখনো অনেক বাকি আছে। আগামী ম্যাচগুলোতে ভালো করবে বলে তিনি আশা করেন।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এনজি
