Connect with us
ফুটবল

‘ফিলিস্তিনের পেলে’ না ফেরার দেশে, উয়েফাকে সালাহর প্রশ্ন

লিভারপুলের মোহাম্মদ সালাহ (বায়ে) ও ফিলিস্তিনের সুলেইমান। ছবি- সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনের কবলে বিধ্বস্ত দেশ। তবুও খেলেছেন ফুটবল। পেয়েছেন ফিলিস্তিনের পেলে স্বীকৃতি। কিন্তু অবরুদ্ধ গাজায় খাবার না পেয়ে দাঁড়িয়েছিলেন ত্রাণের লাইনে। সেখানেই ইসরায়েলি সেনাদের গুলিতে নিভে যায় সুলেইমান আল ওবাইদের প্রাণ।

ফিলিস্তিনের এই ফুটবলারের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা- উয়েফা। ওই পোস্ট শেয়ার করে উয়েফার কাছে বিশাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

সুলেইমানের মৃত্যুর পর ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষমান সাধারণ মানুষের ওপর ইসরাইলি হামলায় তিনি নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উয়েফা একটি সংক্ষিপ্ত পোস্টে তার একটি ছবি যুক্ত করে ক্যাপশন দিয়েছে- এক প্রতিভা, যিনি অন্ধকার সময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন’। এই পোস্ট দেখে মনে হয়েছে সুলেইমানের স্বাভাবিক এক মৃত্যু হয়েছে। তাই খোঁচাটা মেরেছেন সালাহ।

ওই পোস্টটা রিপোস্ট করে তার ক্যাপশনে সালাহ লিখেছেন, ‘আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেলেন?’ উয়েফা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তবে সালাহর এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কমেন্ট-পাল্টা কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। সব দেখেও যেন উয়েফার মতো বড় সংগঠন অন্ধ হয়ে গেছে। ইসরাইলের বিরুদ্ধে কোনো অবস্থানই নিচ্ছে না তারা।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাদের হামলায় ফিলিস্তিনি ফুটবল পরিবারের অন্তত ৩২৫ জন খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, রেফারি ও ক্লাব বোর্ড সদস্য নিহত হয়েছেন। এখনো ক্রমাগত দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা।

ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল