Connect with us
ফুটবল

মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড

Mo Salah

নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ২–০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল না পেলেও দলের আক্রমণের নেতৃত্ব দেন মিশরীয় এই তারকা ফুটবলার। দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করে ভেঙে দেন ওয়েন রুনির একটি দীর্ঘদিনের রেকর্ড। অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে দুই গোলই করেন হুগো একিতিকে।

ফর্মহীনতা ও ক্লাবের সঙ্গে মতবিরোধের কারণে টানা দুই ম্যাচ খেলেননি সালাহ। তবে মাঠে ফিরেই তাকে দেখা গেল চেনা ছন্দে। শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন একিতিকে।

জো গোমেজের হেড থেকে পেনাল্টি বক্সে পাওয়া বল দুর্দান্ত ভলিতে জালে পাঠান একিতিকে। ২০১৯ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে ম্যাচের প্রথম মিনিটে গোল পেল লিভারপুল।



৬০ মিনিটে আসে দ্বিতীয় গোল। কর্নার থেকে বল পেয়ে বক্সে নিখুঁত ক্রস দেন সালাহ। সেই বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন একিতিকে। আট ম্যাচ পর লিভারপুলের কোনো গোলে অবদান রাখলেন সালাহ।

এই অ্যাসিস্টের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন সালাহ। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ২৭৭টি গোলে সরাসরি অবদান তার- এর মধ্যে ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ড এটি। এতদিন রেকর্ডটি ছিল ওয়েন রুনির দখলে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রুনি করেছিলেন ১৮৩ গোল ও ৯৩ অ্যাসিস্ট- মোট ২৭৬টি গোলে অবদান।

এই জয়ের ফলে ১৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ২৬। বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় উঠে এসেছে ষষ্ঠ স্থানে।

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল