Connect with us
ক্রিকেট

‘ডাকের’ রেকর্ডে আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাইম

Saim surpasses Afridi in “duck” record.
সাইম আইয়ুব। ছবি- সংগৃহীত

চলতি এশিয়া কাপে হাসেনি সাইম আইয়ুবের ব্যাট। দারুণ ছন্দে থাকা এই তরুণ ব্যাটার কোনো ম্যাচেই প্রত্যাশামাফিক পারফরম্যান্স করতে পারেননি। সেইসঙ্গে গড়েছেন বেশকিছু লজ্জার রেকর্ড। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ৩ বল খেলে ডাক মেরে ফেরেন সাইম। তাতে চলতি আসরে ৬ ইনিংস খেলে চারটিতেই ডাক মেরেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে এটি ছিল তার নবম ডাক।

নবম ডাকের মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন তিনি। মাত্র ৪৫ ইনিংসেই ৯টি ডাক মেরেছেন এই ব্যাটার। অন্যদিকে আফ্রিদি ৯ ইনিংসে ৮ বার ডাক মেরেছেন।



এই তালিকায় শীর্ষে আছেন উমর আকমল। ৭৯ ইনিংসে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এই তিনজনের পরেই চার নম্বরে অবস্থান করছেন কামরান আকমল। ৫৩ ইনিংসে ৭বার ডাক মেরেছেন তিনি। এছাড়া পাঁচ ও ছয় নম্বরে আছেন মোহাম্মদ হাফিজ ও বাবর আজম। হাফিজ ১০৮ ইনিংসে ৭ বার এবং বাবর ১২১ ইনিংসে ৭ বার শূন্য রানে ফিরেছেন।

এর পাশাপাশি আরেকটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন সাইম। ৪ ডাক মেরে টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ ডাকের মালিক ২৩ বছর বয়সী এই ব্যাটার। চলতি আসরের আগে এই তালিকায় শীর্ষে ছিলেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা। ২০১৬ এশিয়া কাপ আসরে ৩টি ডাক মেরেছিলেন এই সাবেক টাইগার অধিনায়ক।

তাছাড়া যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে এখন সর্বোচ্চ ডাকের মালিক সাইম।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট