Connect with us
ক্রিকেট

পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন সাইফ

Saif Hasan
সাইফ হাসান। ছবি :সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দলের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন এশিয়া কাপে বাংলাদেশের হয়ে আলো ছড়ানো ওপেনার সাইফ হাসান।

সুপার ফোর পর্ব থেকেই এবারের এশিয়া কাপ যাত্রা শেষ হয়েছে টাইগারদের। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো সুযোগ থাকার পরও জিততে পারেনি টাইগাররা।

বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাইফ লিখেছেন, ‘আমাদের পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ।’ দলের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আরো লিখেছেন, ‘ফাইনালের আগেই যাত্রা শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচেষ্টার জন্য।’



এবারের এশিয়া কাপে ৪ ইনিংসে ১২৮.০৬ স্ট্রাইক রেটে মোট ১৭৪ রান করেছেন সাইফ। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৫ বলে ৬১ রানের দারুন ইনিংস খেলে সাইফ। এছাড়াও ভারতের বিপক্ষে ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলে এক প্রান্ত আগলে রাখলেও সতীর্থদের ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট