ওয়ানডে দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন সাইফ হাসান। এশিয়া কাপে ব্যাট হাতে নজর কাড়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেললেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। জ্বর নিয়েও সিরিজ নির্ধারণী ম্যাচে দলের হয়ে ৮০ রান করেন এই ডানহাতি ব্যাটার।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের দুর্দান্ত শুরু করেছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। দুই ওপেনার মিলে গড়েন ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি, যা মিরপুরের মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ৭২ বলে ৮০ রানের ইনিংসে সাইফ মেরেছেন ৬টি চার ও ৬টি ছক্কা। যদিও সেঞ্চুরির পথে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ছক্কা মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। ম্যাচ শেষে জানা যায়, জ্বরে ভুগেই মাঠে নেমেছিলেন সাইফ।
সৌম্য সরকারের সঙ্গেও ছিল দারুণ বোঝাপড়া। খেলার পর এক টিভি সাক্ষাৎকারে সাইফ বলেন, “দাদা (সৌম্য) আমাকে অনেক সাহায্য করেছেন। আমি কয়েক দিন ধরে ঠান্ডা-জ্বরে ভুগছিলাম। আমরা একসঙ্গে ‘এ’ দলে এবং বিপিএলে রংপুরের হয়ে খেলেছি। উনার সঙ্গে ব্যাট করতে সবসময় স্বস্তি লাগে।”
সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা হতাশ হলেও দলের জয়েই খুশি সাইফ। তিনি বলেন, “অবশ্যই আক্ষেপ আছে। আমরা দুজনেই সেট ছিলাম, ভালো খেলছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা, দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং ম্যাচ জিতেছি। ভবিষ্যতে এমন সুযোগ এলে অবশ্যই সেঞ্চুরি করার চেষ্টা করব।”
অন্যদিকে ৮৬ বলে ৯১ রান করা সৌম্যও প্রশংসা করেছেন সাইফের ব্যাটিংয়ের। তিনি বলেন, “সাইফ দারুণ খেলেছে। তার শট সিলেকশন ভালো ছিল, কথা বলে খেলেছে। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও এতক্ষণ ব্যাট করেছে এই মানসিকতা প্রশংসার যোগ্য।”
যদিও এই অসাধারণ ওপেনিং জুটির পর মিডল অর্ডারে কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর ৪৪ ও তাওহীদ হৃদয়ের ২৮ রানে দল পৌঁছে যায় ২৯৬ রানে। জবাবে রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জের সামনে মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট, তানভীর ইসলাম ও মেহেদি মিরাজ নেন ২টি করে। ফলে, বাংলাদেশ ১৭৯ রানের বিশাল জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় লাভ করে।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/টিএ