আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কাঁ হাঁকিয়েছেন বাংলাদেশী ওপেনার সাইফ হাসান।
প্রত্যাবর্তনের পর ব্যাট ও বল হাতে দারুন ঝলক দেখিয়ে যাচ্ছেন সাইফ। এশিয়া কাপে আলো ছড়িয়ে নতুন করে আলোচনায় আসা এই ওপেনার আলো ছড়িয়েছেন আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও। সাইফের প্রত্যাবর্তনের পর তার চেয়ে বেশি ছক্কাঁ হাঁকাতে পারেনি কোনো ক্রিকেটার।
প্রত্যাবর্তনের পর ১৫ ইনিংসে সাইফ হাঁকিয়েছেন ৩৫ ছক্কাঁ। ১৫ ইনিংসে তার মোট সংগ্রহ ৪৮৮ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুন পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন এই ব্যাটিং অলরাউন্ডার।
সাইফের প্রত্যাবর্তনের পর আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ১১ ইনিংসে ২০ ছক্কাঁ হাঁকিয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে। ১১ ইনিংসে নবির সংগ্রহ ২৭১ রান।
৭ ইনিংসে ১৯ ছক্কাঁ হাঁকিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ৭ ইনিংসে অভিষেকের সংগ্রহ ৩১৯ রান।
৯ ইনিংসে ১৭ ছক্কাঁ হাঁকিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জশ বাটলার। ৯ ইনিংসে বাটলারের সংগ্রহ ৩০৭ রান।
তালিকার পঞ্চম স্থানে থাকা ব্রিয়ান বেনেট ১৩ ইনিংসে হাকিয়েছেন ১৬ ছক্কাঁ। ১৩ ইনিংসে রান সংগ্রহ করেছেন এই জিম্বাবুয়ের ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এআই