Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে চান সাইফ হাসান

Saif Hassan
সাইফ হাসান। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাইফ হাসান।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দলের প্রত্যাশা ও ব্যক্তিগত গেম-প্ল্যান নিয়ে আলোচনা করেন।

বর্তমান টুর্নামেন্টকে (বিপিএল) বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন এই ডানহাতি ব্যাটার। সাইফ হাসান বলেন, আমি অনেক এক্সাইটেড। আলাদা কোনো প্রেশার নেই, তবে আশা করছি এটি আমাদের জন্য ভালো একটি টুর্নামেন্ট হবে। বিশ্বকাপের আগে এর থেকে ভালো প্রিপারেশন আর হয় না।



আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের চাহিদা অনুযায়ী নিজের খেলার ধরন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সাইফ জানান, আমি সবসময় মাইন্ডসেট এগ্রেসিভ রাখার চেষ্টা করছি। এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত দ্রুত রান তুলতে পারবেন, দলের জন্য সেটি তত বেশি সহায়ক হবে।

তবে বড় মঞ্চে স্নায়ুর চাপ সামলাতে তিনি প্রতিটি ম্যাচকে সাধারণ ম্যাচ হিসেবেই উপভোগ করতে চান।

সমর্থকদের উদ্দেশ্যে সাইফ হাসান বলেন, সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আশা করি, এবার আমরা খুব ভালো কিছু একটা উপহার দিতে পারব।

বর্তমানে বিপিএল-এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফ হাসান। যদিও ঢাকা ক্যাপিটালসের এই টপঅর্ডার তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। চার ম্যাচে ২৬ রান এসেছে তার ব্যাট থেকে।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট