Connect with us
ক্রিকেট

সেরা বিশে সাইফ, ৮৭ ধাপ এগিয়ে নাসুম

সাইফ হাসান-নাসুম আহমেদ। ছবি- সংগৃহীত

জাতীয় দলে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও মনোমুগ্ধকর পারফরম্যান্স দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সিরিজের শেষ ম্যাচে অগ্নিঝরা ইনিংস খেলে উঠে এসেছেন সেরা বিশে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ (৮ অক্টোবর) ব্যক্তিগত র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে। র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উন্নতি করে সাইফ পৌঁছেছেন ১৮ নম্বরে। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে জয়ের নায়ক ছিলেন সাইফ। ৩৮ বলে খেলেছেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। দুইটি চার ও সাতটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। ঝাঁঝালো ব্যাটিংয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। পুরো সিরিজ জুড়ে ফর্মে ছিলেন সাইফ, যার প্রভাব পড়েছে ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সাইফ এখন ১৮ নম্বরে, যেখানে সাইফ ছাড়া বিশের মধ্যে আর কোনো বাংলাদেশি নেই। সাইফের সঙ্গে উন্নতি করেছেন তানজিম হাসান তামিম ও পারভেজ হাসান ইমনও।



ছয় ধাপ এগিয়ে তামিম পৌঁছেছেন ৩৭ নম্বরে, আর ১৮ ধাপ উন্নতি করে ৫৩ নম্বরে অবস্থান করছেন ইমন। তবে অবস্থানের অবনতি হয়েছে জাকের আলি অনিকের— তিন ধাপ পিছিয়ে এখন তিনি ৬২ নম্বরে। দুই ধাপ করে পিছিয়ে আছেন আরও দুই বাংলাদেশি ব্যাটার, যারা অবস্থান করছেন যথাক্রমে ৪৩ ও ৪৮ নম্বরে।

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট