
২০২৫ সালের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। আগামী মাসে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই শুরু হচ্ছে এই প্রশিক্ষণ কার্যক্রম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে অংশ নিতে ইতোমধ্যে ডেকে আনা হয়েছে সারাদেশ থেকে বাছাইকৃত তরুণ ফুটবলারদের। তারা ইতোমধ্যে যশোর একাডেমিতে পৌঁছে গেছেন এবং ফিটনেস, ট্যাকটিকস ও ম্যাচ রিডিংয়ের মতো গুরুত্বপূর্ণ অনুশীলনে অংশ নিতে প্রস্তুত।
এবারের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা। তুলনামূলক সহজ এই গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার আশা করছে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচিং স্টাফ ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন দলকে প্রস্তুত করতে। ফুটবলারদের মানসিক ও শারীরিক প্রস্তুতির ওপর জোর দেওয়া হচ্ছে এই ক্যাম্পে। বাফুফে সূত্রে জানা গেছে, প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্প চলাকালীন সময়ে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন:
»প্রিমিয়ার লিগের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
» সেই ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন নেইমার, যে ইঙ্গিত দিলেন
বয়সভিত্তিক এই টুর্নামেন্টটি দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। এই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা অনেক খেলোয়াড়ই পরবর্তীতে জাতীয় দলের মূল স্তম্ভে পরিণত হয়েছেন। ফলে টুর্নামেন্টটি ভবিষ্যতের ফুটবল তারকা গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এসএ/এনজি
